

প্রোটিয়া পেসার মর্নে মর্কেলের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে সুযোগ পেয়েছেন তরুণ পেসার ডেইন প্যাটারসন। এবার তার জন্য আরও একটি সুখবর এল। ডানহাতি এই পেসার জায়গা করে নিলেন ওয়ানডে দলেও।
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে নাম উঠেছে ২৮ বছর বয়সী প্যাটারসনের। ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে একমাত্র নতুন মুখ প্যাটারসন।
ডান হাতি এই পেসার ইতোমধ্যে প্রোটিয়া দলের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলেছেন। চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সফরে ডেথ বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়ে সীমিত ওভারের সিরিজে নির্বাচকদের আস্থা অর্জন করেন তিনি।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) নির্বাচক কমিটির প্রধান লিন্ডা জন্ডি বলেন, ‘চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ড সফরে টি-২০ সিরিজে বিশেষ করে ডেথ বোলিংয়ে ডেইন খুবই ভাল করেছেন। ৫০ ওভার ফরম্যাটেও একই দায়িত্ব পালন করতে পারে কিনা আমরা সেটা দেখতে চাই। ‘
ইংল্যান্ড সফরের পর বেশ কিছু দিনের বিরতির পর এবি ডি ভিলিয়ার্স ফিরছেন ওয়ানডের জার্সিতে। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলবেন তিনি। সদ্যই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেয়া জেপি ডুমিনি আছেন মিডল অর্ডারে।
প্রোটিয়া স্পিন সামলানোর ভারটা গেছে ইমরান তাহিরের কাঁধে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে টাইগারদের গুঁড়িয়ে দেয়া চার উইকেট অবশ্য করে দিতে পারেনি কেশব মহারাজকে। আন্দিলে ফেলুকওয়ায়োদে সাথে নিয়ে পেস আক্রমণের নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা।
দলে পুনরায় ডাক পেয়েছেন বাভুমা। একটি মাত্র ওয়ানডে খেলার অভিজ্ঞতা সম্পন্ন বাভুমা গত বছর সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাকিয়েছেন।
এবি ডি ভিলিয়ার্স দায়িত্ব ছেড়ে দেয়ার পর স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হবে ফাফ ডু প্লেসিসের প্রথম মিশন। এছাড়া নতুন কোচ ওটিস গিবসনেরও এটাই হবে প্রথম ওয়ানডে সিরিজ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি মাঠে গড়াবে কিম্বার্লিতে ১৫ অক্টোবর। দ্বিতীয় ম্যাচটি হবে পার্লে, ১৮ অক্টোবর। ২২ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে সিরিজের সমাপ্তি ঘটবে ইস্ট লন্ডনে।
দ. আফ্রিকা ওয়ানডে দল:
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েন পারনেল, ডেন প্যাটারসন, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাদা।