

আগের ম্যাচে আফগান যুবাদের বোলিংয়ে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশের যুবাদের ব্যাটিং লাইনআপ। সিলেটে মঙ্গলবার একই ভেন্যুতে চতুর্থ ওয়ানডেতে স্বাগতিকদের আবারও ব্যাটিং লজ্জা দিয়ে ৪৫ রানে জিতেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
টস জিতে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। টাইগার অফ স্পিনার নাইম হাসানের ঘূর্ণিতে ৪৫ ওভারে সফরকারীরা অলআউট হয় ১৩৩ রানে। আফগানদের হয়ে অর্ধশতক করেন নিসারুল হক। তিনটি চার ও এক ছয়ে সর্বোচ্চ ৫৩ রান আসে তার ব্যাট থেকে।
এছাড়া আবদুল রসুল (২৩), নাভীন উল হক (১৬) ও পারভেজ (১০) ছাড়া আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। লাল সবুজ জার্সি গায়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন নাইম। এছাড়া সাইফ হাসান নেন ৩ উইকেট ও হাসান মাহমুদের ঝুলিতে যায় ২ উইকেট।
১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলার যুবারা। একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দলীয় ১১ রানেই নেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ৬ উইকেট!
এরপর মাহিদুল ইসলাম ও নাইম হাসান সপ্তম উইকেট জুটিতে যোগ করেন ৭৫ রান। তবে তাতেও আফগানিস্তানের ছুঁড়ে দেওয়া লক্ষ্যমাত্রা পার হতে পারেনি বাংলার যুবারা। মাহিদুল খেলেন ৪৩ রানের ইনিংস ও নাইমের ব্যাট থেকে আসে ৩০ রান। বাংলাদেশের ছয়জন ব্যাটসম্যান শূন্য রানে সাজঘরে ফিরেছেন।
আফগানদের হয়ে মুজিব উর রহমান একাই দখল করেন ৭ উইকেট। এছাড়া কায়েস আহমেদ দু’টি ও নাভীন উল হক একটি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেওয়া আফগান বোলার মুজিব উর রহমান।
এই জয়ে চার ম্যাচ শেষে ২-১ এ এগিয়ে গেল আফগানিস্তান। জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পতিত্যক্ত হয়। আর তৃতীয় ম্যাচেও ব্যাটিং লজ্জায় আফগানদের কাছে হেরেছিল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ঃ ১৩৩/১০ (৪৫) নিসার ৫৩, রসুল ২৩; নাইম ৫/৩৮, সাইফ ৩/৭
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ৮৮/১০ (৩০.৩) মাহিদুল ৪৩, নাইম ৩০; মুজিব ৭/১৯, কায়েস ২/২২
ফলঃ আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৪৫ রানে জয়ী
মাচসেরাঃ মুজিব উর রহমান।