

বিশাল লক্ষ্য তাড়া করতে হবে। কিন্ত কিছুতেই বিপদ ছাড়ছেনা পিছু। একের পর উইকেটের পতন। ৪২৪ রানের পাহাড়সম লক্ষ্য দেখেই কি এমন ভয়!
৪২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপদ। মর্কেলের করা প্রথম ওভারেই নেই তামিম ইকবাল আর মুমিনুল হক।
প্রথম ওভারের চতুর্থ বলে মর্কেলের করা বলে বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরের পথ ধরেন তামিম। এর একবল বিরতিতে ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন আগের ইনিংসে অর্ধশতক হাঁকানো মুমিনুল হক।
এর আগে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা সংগ্রহ করে ৬ উইকেটে ২৪৭ রান। এতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড় করিয়ে দেয় ৪২৪ রানের।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে এসে প্রোটিয়াদের প্রথম তিন ব্যাটসম্যান আউট হন ত্রিশ পেরুনোর আগেই। এরপর ডু প্লেসিস খেলেন ১০১ বলে ৮১ রানের ইনিংস। বাভুমা করেন ১০৭ বলে ৭১ রান।
চা-বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই আবারও বিপর্যয়। এবার মহারাজের বলে ৩২ রানের মাথায় ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কায়েস।
চা-বিরতির আগ পর্যন্ত ১৫.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান।