

৪২৪ রানের পাহাড়সম লক্ষ্য বাংলাদেশের সামনে। এই পাহাড়সম লক্ষ্য দেখে বোধহয় খেইটা একটু হারিয়েই ফেলেছে টিম বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের সাত ওভার শেষে বাংলাদেশের স্কোরকার্ডে নেই দুই উইকেট!
দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপদ। মর্কেলের করা প্রথম ওভারেই নেই তামিম ইকবাল আর মুমিনুল হক। প্রথম ওভারের চতুর্থ বলে মর্কেল সোজা বোল্ড করে তামিমকে আজঘরে পাঠান শূন্য রানে। এর এক বল বিরতিতে ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন আগের ইনিংসে অর্ধশতক হাঁকানো মুমিনুল হক।
এর আগে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ৬ উইকেটে ২৪৭ রান করে ইনিংস ঘোষণা করে। এতে টাইগারদের সামনে লক্ষ্য দাঁড় করিয়ে দেয় ৪২৪ রানের।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে এসে প্রোটিয়াদের প্রথম তিন ব্যাটসম্যান আউট হন ত্রিশ রান পেরুনোর আগেই। এরপর ডু প্লেসিস খেলেন ১০১ বলে ৮১ রানের ইনিংস। বাভুমা করেন ১০৭ বলে ৭১ রান।
৪২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আট ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৮ রান। উইকেটে আছেন মুশফিকুর রহিম এবং ইমরুল কায়েস।