

টি-টোয়েন্টিতে আগেই ১০০ ছক্কার রেকর্ড গড়েছেন। এবার নতুন আরেকটি রেকর্ড নামের পাশে যোগ করলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। ওয়ানডে ক্যারিয়ারে ২৫০ ছক্কা মারার কীর্তি গড়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়ানডেতে তার চেয়ে বেশি ছয় মেরেছেন আর মাত্র দুইজন।
ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে গেইল রান করেছিলেন ৪০। এই ঝড়ো ইনিংসে তিনি ছক্কা হাঁকান ৫টি।
ইংলিশ পেসার জ্যাক বলের করা পঞ্চম ওভারে টানা তিন ছয় মারেন গেইল, পাশাপাশি ওয়ানডে ক্রিকেট ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন আড়াইশ ছয়ের মাইলফলক।
গেইলের টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৯ ইনিংসে ছয়ের সংখ্যা ১০৩। সাদা পোশাকে ১০৩ টেস্টের ১৮২ ইনিংসে ছক্কার সেঞ্চুরি হাঁকাতে আর মাত্র দু’টি ওভার বাউন্ডারির প্রয়োজন তার।
ওয়ানডেতে ২৬৮ ইনিংসে গেইল বল উড়িয়ে সীমানার বাইরে ফেলেছেন ২৫২ বার। ছয় মারার দিক থেকে তালিকার তিন নম্বরে অবস্থান করছেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান।
৩৯৮টি ওয়ানডেতে (৩৬৯ ইনিংস) ৩৫১ ছক্কা মেরে শীর্ষে রয়েছেন পাকিস্তানি সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তালিকার দ্বিতীয়তে আছেন শ্রীলঙ্কান গ্রেট সনাথ জয়সুরিয়া। ৪৪৫টি ওয়ানডেতে (৪৩৩ ইনিংস) ২৭০টি ছয় মেরেছেন সাবেক এই লঙ্কান ব্যাটসম্যান।