তৃতীয় দিনে টাইগারদের ব্যাটিং চ্যালেঞ্জ শুরু

featured photo1 1 101
Vinkmag ad

পচেফস্ট্রুম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ তিন উইকেটের বিনিময়ে ১৫১ রান। তামিম ইকবাল অপরাজিত আছেন ৩৫ রানে এবং মুমিনুল হক ব্যাটিং করছেন ৩৮ রানে।

momi

ক্যারিয়ারের প্রথমবার ওপেনিং ছাড়া খেলতে নেমেছেন তামিম। অন্যদিকে, শুরু থেকেই মুমিনুল ব্যাট করছেন দারুণ ছন্দে। টাইগারদের প্রথম লক্ষ্য থাকবে ফলো অন এড়ানো।

এর আগে দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করে ৩ উইকেটে ৪৯৬ রান তুলে। ফিল্ডিংয়ে তামিম নির্দিষ্ট সময় মাঠে না থাকায় বাংলাদেশের ইনিংস শুরু করেন ইমরুল কায়েস ও লিটন দাস। দলীয় ১৬ রানেই রাবাদার বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ইমরুল। লিটন চেষ্টা করেও হতে পারেননি থিতু। ব্যক্তিগত ২৫ রান করার পর মর্নে মর্কেলের শিকার হন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মুমিনুলকে নিয়ে ৬৭ রানের জুটি গড়ে সাময়িক বিপর্যয় সামলান মুশফিক। দুইবার জীবন পেয়ে মুশফিকুর রহিম খেলেন ৪৪ রানের ইনিংস। দলীয় ১০৩ রানের মাথায় তিন উইকেট হারায় বাংলাদেশ। কাপ্তান আফসোস নিয়ে ফিরে গেলেও রানের চাকা সচল রাখার চেষ্টা করছেন মুমিনুল। সঙ্গী হিসেবে মুমিনুলের অন্যপ্রান্তে আছেন শুরুতে নামতে না পারা তামিম। নতুন দিনে নতুন আশা নিয়ে অতিথিরা তাকিয়ে আছে এই দুইজনের ব্যাটিংয়ের দিকে।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসঃ ৪৯৬/৩ (১৪৬ ওভার ;ইনিংস ঘোষণা) এলগার ১৯৯, আমলা ১৩৭, মারক্রাম ৯৭, বাভুমা ৩১*, ডু প্লেসিস ২৬*। মুস্তাফিজ ১/৯৮, শফিউল ১/৭৪

বাংলাদেশ ১ম ইনিংসঃ ১২৭/৩ (৩৪ ওভার) মুশফিক ৪৪, মুমিনুল ২৮*, লিটন ২৫, তামিম ২২*, ইমরুল ৬। মহারাজ ১/২৩, মর্কেল ১/৩৪, রাবাদা ১/৩৮

৯৭ ডেস্ক

Read Previous

বেয়ারস্টোর অপরাজিত শতকে ধবলধোলাই উইন্ডিজরা

Read Next

মুমিনুলের ব্যাটে দুইশ ছাড়িয়ে বাংলাদেশের লড়াই

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share