

চলমান জাতীয় লিগের প্রথম দুই রাউন্ডের খেলা শেষ হয়েছে ভালোমতই। বলা যায়, আবহাওয়াও ছিল ক্রিকেটের উপযোগী। কিন্ত তৃতীয় রাউন্ডে এসেই ঝামেলা বাঁধালো বৃষ্টি।
চার ম্যাচের দুই ম্যাচে খেলা হয়েছে দিনের অর্ধেক সময়। বাকি দুই ম্যাচ মাঠেই গড়ায়নি। রাজশাহীতে রংপুর-বরিশাল আর বগুড়ায় সিলেট-চট্টগ্রামের ম্যাচে কোন বলই মাঠে গড়ায়নি।
দিনের অর্ধেক খেলা হয়েছে চট্টগ্রামে ঢাকা-খুলনা আর খুলনায় রাজশাহী-ঢাকা মেট্রোর ম্যাচ।
খুলনা-ঢাকা ম্যাচের খেলা হয়েছে ৩৯ ওভার। এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা বিভাগ। তবে বৈরী আবহাওয়ার সুবিধাটা ঠিকই আদায় করে নেয় খুলনার বোলাররা। পেসার আল-আমিন আর স্পিনার মেহেদী হাসানে বোলিং তোপে দিনশেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৭১ রান।
খুলনায় ঢাকা মেট্রোও রাজশাহীর বিপক্ষে রয়েছে ভালো অবস্থানে। এখানেও সুবিধা নিয়েছে বোলাররা। দিনশেষে ৪১.১ ওভার খেলে রাজশাহীর সংগ্রহ ৪ উইকেটে ১১৪ রান। রাজশাহীর হয়ে ৫৬ রান করেছেন ওপেনার মিজানুর রহমান। অপরাজিত আছেন ২৯ রানে জুনায়েদ সিদ্দিক।