

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রান উৎসব জারি রেখেছে প্রোটিয়া ব্যাটসম্যানরা। ওপেনার ডিন এলগারের পর সেঞ্চুরি পূর্ণ করলেন তিনে খেলতে নামা হাশিম আমলা।
জিম্বাবুয়ে বাদে সবগুলো টেস্ট দলের বিপক্ষে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে হাশিম আমলার। বাংলাদেশের বিপক্ষে ২০০৮ সালে করেছিলেন সেঞ্চুরি। নতুন করে সেই তালিকায় যোগ হল আরেকটি সেঞ্চুরি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ পেলেন বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান।
পচেফস্ট্রমের সেনওয়েস পার্ক মাঠে টেস্টের প্রথম দিন ৬৮ রানে অপরাজিত ছিলেন। আজ (দ্বিতীয়) দিনের প্রথম ঘন্টায় তিন অঙ্কের ঘরে পৌঁছান। ১৪৩ বলে ১১ চার ও ১ ছক্কায় নিখুঁত ইনিংসটি সাজান আমলা। ১০৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে হাশিম আমলার এটি ২৭তম শতক।
এই সেঞ্চুরি করে টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডে সাবেক ওপেনার গ্রায়েম স্মিথকে স্পর্শ করলেন তিনি। সর্বাধিক ৪৫ সেঞ্চুরির রেকর্ডটি সাবেক ব্যাটসম্যান জ্যাক ক্যালিসের। গ্রায়েম স্মিথ ১১৭ টেস্টে ২৭ সেঞ্চুরি করেছিলেন অন্যদিকে ১০৮ টেস্টেই ২৭তম সেঞ্চুরি পূর্ণ করলেন আমলা।
অপরদিকে ক্যারিয়ার সেরা রান করে ফেলেছেন ওপেনার ডিন এলগার। গত মার্চে ডুনেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪০ রান করেছিলেন প্রোটিয়া ওপেনার। বাংলাদেশের বিপক্ষে সেটাকে ছাড়িয়ে প্রথমবার রান করলেন ১৫০ এর ঘরে।