

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের যুবাদের ২২২ রানের জবাবে ৭৭ রানেই গুটিয়ে যায় আফগান যুবারা। এর ফলে ১৪৫ রানের বিশাল জয় দিয়ে সিরিজে ১-০ লিড নিয়েছে সাইফ হাসানের দল।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে এদিন শুরুটা তেমন ভালো করতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার। ওপেনিংয়ে নেমে ১৬ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশের দলপতি সাইফ হাসান। আরেক ওপেনার পিনাক ঘোষ করেন ২৩ রান এবং তিনে নামা আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ১৯ রান।
চারে খেলতে নেমে ৮৫ বলে চারটি বাউন্ডারিতে ৫২ রান করেন তৌহিদ হৃদয়। উইকেটকক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন ৩৫ রান করলে দু’জনের জুটি থেকে আসে ৭৫ রান।
লোয়ার অর্ডারে কাজি অনিকের ২৪ বলে কার্যকর ২৭ রানের ইনিংসে বাংলাদেশের রান দুইশ ছাড়ায়। এছাড়া রবিউল হক করেন ১৮ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২২২ রান তোলে বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে চারটি উইকেট শিকার করেন মুজিব।
২২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে আফগানিস্তান। তারিক স্তানজাই (১৬) ও নিসার (১০) ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের হয়ে ৮ ওভারে ২৭ রান খরচায় চারটি উইকেট নেন অনিক। এছাড়া অফ স্পিনার নাইম হাসান দখল করেন তিনটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ২২২/৯ (৫০) হৃদয় ৫২, মাহিদুল ৩৫; মুজিব ৪/২২, তারিক ২/১৭
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ৭৭/১০ (৩৪.২) তারিক ১৬, নিসার ১০; অনিক ৪/২৭, নাইম ৩/১১
ফলঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪৫ রানে জয়ী
মাচসেরাঃ কাজি অনিক ইসলাম