টস জিতে বোলিংয়ে মুশফিকরা, নেই সৌম্য

match report 24
Vinkmag ad

পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশ বেছে নিয়েছে বোলিং। নয় বছর পর দক্ষিণ আফ্রিকার মাঠে নেমেই বল হাতে দৌড়াবেন মুস্তাফিজুর রহমানরা। 

bangladesh test 2017 এর ছবি ফলাফল

সাকিববিহীন টেস্টে সবাইকে একটু অবাকই করে দিয়ে টস জিতে অধিনায়ক মুশফিকুর রহিম বেছে নিয়েছেন ফিল্ডিং। দক্ষিণ আফ্রিকান কাপ্তান ফাফ ডু প্লেসিসের ইচ্ছাও ছিল আগে ব্যাটিং করার তাই টস হেরেও হাসিটা পাল্টে যায়নি তার।

আগেরদিনই বলা হয়েছিল, সৌম্য সরকারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ। তবে, শেষ পর্যন্ত সৌম্য ফিট হতে পারেননি ম্যাচের জন্য। তাই তামিম ইকবাল আর ইমরুল কায়েসকেই সম্ভবত নিতে হচ্ছে ব্যাটিং উদ্বোধনের ভার। আগে থেকেই দলে নেই বিশ্রামে থাকা সাকিব আল হাসান।

তবে তিন টেস্ট পর দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং উইকেটরক্ষক লিটন দাসের দুজনই। মুশফিককে তাই নিতে হচ্ছেনা উইকেট রক্ষণের ভার।

প্রথম টেস্টের বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

৯৭ ডেস্ক

Read Previous

ইংলিশদের সিরিজ জয়ে বৃথা গেলো লুইসের শতক

Read Next

প্রথম সেশনে উইকেটহীন বাংলাদেশ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share