

শঙ্কা জেগেছিলো দুজনকে নিয়েই। এমনও কথা শোনা যাচ্ছিলো, দুজনের কেউই নাকি খেলতে পারবেনা সিরিজের প্রথম টেস্ট। তবে সেই শঙ্কা কেটে গেছে।
সিরিজ শুরুর আগে গা গরমের ম্যাচে দুজনই পড়েছিলেন ইনজুরিতে। তিনদিনের ম্যাচের প্রথম দিনেই মাংসপেশীতে টান লেগে মাঠ ছাড়েন তামিম। পরের দিন ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পান সৌম্য।
গতকাল প্রস্তুতি ম্যাচের ভেন্যু বেনোনি থেকে ম্যাচ ভেন্যু পচেফষ্ট্রমের সেনওয়েস পার্কে পৌঁছে বাংলাদেশ দল। আজ অনুশীলনে নামে টাইগাররা।
সেখানে নেটে ব্যাটিং করেন তামিম ইকবাল। দেখে বোঝার উপায় নেই তামিম যে ইনজুরিতে ছিলেন। তবে হাথুরু সিংহে জানান, “তাঁকে জিজ্ঞেস করা হয়েছে, ব্যাটিং করতে সমস্যা হচ্ছে কিনা। কিন্ত সে কোন সমস্যা হচ্ছেনা বলে ব্যাটিং চালিয়ে যায়।”
তামিম অনুশীলন করলেও অনুশীলনে নামেননি আরেক ওপেনার সৌম্য সরকার। তাঁকে নিয়ে ফিজিও থিহান চন্দ্রমোহন কাজ করেন দীর্ঘক্ষন। আশা করা যাচ্ছে সৌম্যও অনুশীলনে ফিরবে খুব দ্রুতই।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২৮ সেপ্টেম্বর। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ অক্টোবর। ১৫ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর আছে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।