

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো ইংলিশরা। তিন ম্যাচের এক ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। পরের ম্যাচ তাই বাঁচা-মরার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে উইন্ডিজদের সামনে।
ওয়েস্টইন্ডিজ যখন বাঁচা-মরার লড়াইয়ে নামবে তখন সিরিজ জয়ের জন্য খেলবে ইংলিশরা।
ব্রিস্টলে এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্টইন্ডিজ অধিনায়ক।
ইংলিশ ব্যাটাররা শুরু থেকেই সাবধানী। দুই ওপেনার জনি ব্যারিষ্ট্রো আর অ্যালেক্স হেলস এই দুজন যা রান করেন, বল খেলেন তাঁর ডাবল। ব্যারিষ্ট্র করেন ২৫ বলে ১৩ আর হেলস করেন ৫২ বলে ৩৬।
এই দুজন সাজঘরে ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন জো রুট। তাঁর ব্যাটে আসে ১২০ বলে ৮৪ রানের ইনিংস। ইয়ন মরগান যদিও আউট হন রানের খাতা খোলার আগেই।
এছাড়া বেন স্টোকস করেন ৭৫ বলে ৭৩ রান। শেষ দিকে মইন আলীর তান্ডবে ৩৬৯ রান দাঁড় করায় ইংলিশরা।
মইন আলীর ব্যাটে আসে ৭৯ বলে ১০২ রান। ছিল ৮টি ছয় আর ৭টি চারের মার।
ওয়েস্টইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কামিন্স।
৩৭০ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে এক গেইল ছাড়া আর কারো ব্যাটেই দেখা মেলেনি ছন্দ। গেইলের ১১২ বলে ৯৪ রানের ইনিংস ছাড়া আর কোন ব্যাটসম্যানই দাড়াতাই পারেনি ইংলিশ বোলারদের সামনে।
প্লাঙ্কেট নেন ৫ উইকেট। এছাড়া আদিল রশিদ নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড- ৩৬৯/৯ (৫০)
মইন আলী ১০২, জো রুট ৮৪
কামিন্স ৩/৮২
ওয়েস্ট ইন্ডিজ- ২৪৫/১০ (৩৯.১)
ক্রিস গেইল ৯৪
প্লাঙ্কেট ৫/৫২
ম্যাচ সেরা- মইন আলী