

আগামী বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডে বসবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। অংশ নিবে বাংলাদেশের যুবারাও। তাঁর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতির কমতি রাখছেনা যুবা টাইগাররা।
এতদিন নিজেদের প্রস্তুত রাখতে অনুর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রা ম্যাচ খেলেছে নিজেদের মধ্যে কিংবা বিসিবি’র হাই পারফরম্যান্স দলের বিপক্ষে।
তাতে কি হয়! খেলতে হবে এবার সম বয়সীদের বিপক্ষে। তাই আমন্ত্রণ জানানো হয়েছিলো আফগান অনুর্ধ্ব-১৯ দলকে। বিসিবি’র ডাকে সাড়া দিয়েছিলো আফগানিস্থান ক্রিকেট বোর্ড।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসের ২৫ তারিখে ঢাকা আসছে আফগান অনুর্ধ্ব-১৯ দল। সিডিউল অনুযায়ী আগামী সোমবার সকাল ৯ টায় হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাঁরা।
এরপর দিন রওয়ানা দিবে ম্যাচ ভেন্যু সিলেটের উদ্দেশ্যে। যেখানে অনুষ্ঠিত হবে সিরিজের সবকটি ম্যাচ।
এরই মধ্যে গত ১৯ সেপ্টেম্বর সিলেটে পৌঁছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সেখানে তাঁরা দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে সিলেটের বিভাগীয় একাদশের বিপক্ষে। যার দুটিতেই জয় পেয়েছে মেহেদী হাসানের দল।
আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৩০, ২, ৪ এবং ৭ অক্টোবর ম্যাচ রয়েছে।