

আগে থেকেই বিশ্রামে সাকিব। ভিসা জটিলতায় পড়া রুবেলও দলে যোগ দিয়েছেন প্রস্তুতি ম্যাচ না খেলে। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মাংসপেশিতে টান লেগে তামিমও শঙ্কায় আছেন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট নিয়ে।
সেই দলে এবার যোগ হলেন তামিমের ওপেনিং সঙ্গী সৌম্য সরকারও। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দেয়া সৌম্য খেলেন ৪৩ রানের ইনিংস। তবে দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় হাতে আঘাত পান এই টাইগার ওপেনার।
দ্বিতীয় ইনিংসে তাই আর ব্যাটিং করতে নামেননি তিনি। তাঁর পরিবর্তে দ্বিতীয় ইনিংসে ইমরুলের সাথে ওপেনিং করেন লিটন দাস। অনেকদিন ধরে ওয়ানডাউনে খেলা ইমরুল কায়েস ওপেনিংয়ে সুযোগ পেয়েই হাঁকালেন অর্ধশতক। প্রস্তুতি ম্যাচে কায়েস প্রথম ইনিংসে করেন ৩৪ রান।
সৌম্যের চোট কতটা গুরুতর সেটি জানা যায়নি এখনো। জানা যাবে স্ক্যান রিপোর্ট পাওয়ার পর। তবে দলের পক্ষ থেকে বলা হচ্ছে দুজনের চোট এতটা গুরুতর নয়।
আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।