

ক্রিস গেইলের জন্য ম্যাচের শুরুটা একদমই শুভ ছিলনা। নিজের জন্মদিনে অনুশীলনে চোট পেয়ে নামতে পারেননি দ্বিতীয় ওয়ানডেতে। তবে দিনশেষে আফসোসটা ছিলোনা গেইলের। বৃষ্টির কারণে ১৪ বলের বেশি গড়ায়নি মাঠে, ম্যাচ ঘোষণা করা হয়েছে পরিত্যক্ত হিসেবে।
ম্যাচের শুরুতেই বৃষ্টি দিয়েছে বাগড়া। অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়। তারপর মাঠ যখন উপযুক্ত খেলার, সব প্রস্তুত আবারও ঠিক তখনই প্রবল বৃষ্টিতে প্লাবিত ট্রেন্ট ব্রিজ। শেষমেষ পরিত্যক্তই হয়েছে স্বাগতিক ইংল্যান্ড আর সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে।
টসে জিতে অতিথি দলনায়ক জেসন হোল্ডার ইংলিশদের আমন্ত্রণ জানিয়েছিলেন ব্যাটিংয়ের। ২.২ বলে মরগানের দলের সংগ্রহ যখন বিনা উইকেটে ২১, বেরসিক বৃষ্টি ততক্ষণে ঢুকে পড়েছে মাঠে। দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানেই এগিয়ে তাই স্বাগতিকরা।
সিরিজের তৃতীয় ওয়ানডেতে কেনিংটন ওভালে রোববার ফের মাঠে নামবে দু’দল।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
ইংল্যান্ডঃ ২১/০ (২.২ ওভার) হেলস ১০*, বেয়ারস্টো ৯*। টেইলর ০/১০, হোল্ডার ০/১১
ফলাফলঃ বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত।