

৩২তম ওভারের তৃতীয় বলটা বেরিয়েই যাচ্ছিল অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে। ম্যাথু ওয়েডের তর সইলোনা, সেই বল স্টাম্পে এনে বোল্ড হলেন। পরের বলে অ্যাস্টন অ্যাগার আসলেন আর লেগ বিফোরের ফাঁদে পড়ে হাঁটলেন সাজঘরের রাস্তায়। পঞ্চম বলে প্যাট কামিন্সের ব্যাটে চুমু দিয়ে বল চলে গেলো ধোনির হাতে। ব্যস, কুলদীপ যাদবের হ্যাটট্রিক পূরণ। দিনশেষে স্বাগতিক ভারত জয় পেলো ৫০ রানে।
ইডেনের তৃতীয় বোলার হিসেবে কুলদীপের হ্যাটট্রিকের দিনে ভারত প্রথম ইনিংসে ব্যাট করে স্কোরকার্ডে সংগ্রহ তুলেছিল সবকটি উইকেট হারিয়ে ২৫২ রান। অতিথিরা প্রায় সাত ওভার বাকি থাকতেই গুটিয়েছে ২০২ রানে। দ্বিতীয় ম্যাচ জিতে নিয়ে ভারত সিরিজে এগিয়েছে ২-০ ব্যবধানে।
ইডেন গার্ডেনে টস জিতে ভিরাট কোহলি বেছে নেন ব্যাটিংটাই। নেমেই উধাও রোহিত শর্মার উইকেট। অজিঙ্কা রাহানেকে নিয়ে কাপ্তান কোহলির ব্যাটে ভারতের প্রতিরোধ শুরু হয়। ৯৮ রানের জুটি গড়ে রাহানে বিদায় নেন অর্ধশতক হাঁকিয়েই (৫৫)।
কেদার যাদবকে একপাশে নিয়ে ভিরাট কোহলি এগোচ্ছিলেন নিজের ৩১তম শতকের পথেই। দু’জন মিলে ততক্ষণে গড়া হয়ে গেছে অর্ধশত রানের জুটি। হঠাৎ ছন্দপতনে নাথান কোল্টার-নিলে কাটা পড়েন কেদার।
এক ওভার পরে সেই কোল্টার-নিলই পঞ্চমবারের মত কোহলিকে নড়বড়ে নব্বই’র স্বাদ উপহার দিয়ে ফেরত পাঠান শিবিরে। ১০৭ বলে শতক থেকে ৮ রান দূরে ৯২ রানেই ফিরেছেন ভারতের দলপতি। ইনিংসে চার হাঁকিয়েছেন ৮টি।
ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে শক্ত ভিতে দাঁড়িয়েও ভারতের সংগ্রহ যায়নি বেশিদুর। হার্ডিক পান্ডিয়া আর ভুবনেশ্বরের ২০ রানের ছোট্ট দুটি ক্যামিওতে আড়াইশো রানের দাগটা পার করে স্বাগতিকরা। কোল্টার-নিল আর কেন রিচার্ডসন তুলে নেন তিনটি করে উইকেট।
জবাব দিতে নেমে পেসার ভুবনেশ্বরের তোপের মুখে মাত্র ৯ রানেই অজিরা হারিয়ে ফেলে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে। হিল্টন কার্টরাইট আর ডেভিড ওয়ার্নার দুজনেরই সংগ্রহ ছিল ১ রান করে। ট্রেভিস হেডকে নিয়ে দলনায়ক স্টিভেন স্মিথ ৭৬ রানের জুটি গড়ে সামাল দেন প্রাথমিক বিপর্যয়। স্মিথ অর্ধশতক পেলেও হেড যুবেন্দ্র চাহালের শিকার হয়ে ফেরেন ৩৯ রানে।
দুই ছয়ে ১৪ রান করে গ্লেন ম্যাক্সওয়েল ফেরার কয়েক ওভার পর ৫৯ রানে আউট হন স্মিথও। অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটা বলে চলে ঐখানেই শেষ। এক স্টইনিস একাই লড়েছেন ব্যাট হাতে। ৬২ অপরাজিত ছিলেন স্টইনিস তবে দল হয়েছে পরাজিত।
ওয়ানডেতে ভারতীয় বোলারদের ২৬ বছরের হ্যাটট্রিক ‘বন্ধ্যাত্ব’ কাটিয়ে চায়নাম্যান কুলদীপ যাদব তুলে নেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। এই ইডেন গার্ডেনেই শেষ ১৯৯১ সালে ভারতের হয়ে টানা তিন বলে তিন উইকেটের দেখা পেয়েছিলেন কপিল দেব। এরপর রঙিন পোশাকে হ্যাটট্রিক না হলেও সাদা পোশাকে ইডেনেই হ্যাটট্রিক পেয়েছিলেন হরভজন সিং।
ভুবনেশ্বর কুমার মাত্র ৯ রানে শিকার করেছেন তিন অজি ব্যাটসম্যানকে। হ্যাটট্রিকসহ কুলদীপের ঝুলিতে তিন উইকেট থাকলেও ম্যাচ সেরার পুরস্কার গিয়েছে ভারতীয় অধিনায়ক কোহলির ঘরেই।
ইন্দোরে পরের ওয়ানডেতে রোববার ভারতের দৃষ্টিটা থাকবে ট্রফিতেই এমনটা অনুমেয়। আর সফরকারী অস্ট্রেলিয়ার জন্য সিরিজে টিকে থাকার বাঁচা-মরার লড়াইও রোববারের তৃতীয় ওয়ানডেটাই।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
ভারতঃ ২৫২/১০ (৫০ ওভার) কোহলি ৯২, রাহানে, ৫৫, কেদার ২৪, পান্ডিয়া ২০, ভুবেনেশ্বর ২০। কোল্টার-নিল ৩/৫১, রিচার্ডসন ৩/৫৫
অস্ট্রেলিয়াঃ ২০২/১০ (৪৩.১ ওভার) স্টইনিস ৬২*, স্মিথ ৫৯, হেড ৩৯, ম্যাক্সওয়েল ১৪। ভুবনেশ্বর ৩/৯, কুলদীপ ৩/৫৪, চাহাল ২/৩৪ পান্ডে ২/৫৬
ফলাফলঃ ভারত ৫০ রানে জয়ী।
ম্যান অফ দ্য ম্যাচঃ ভিরাট কোহলি (ভারত)।