

পাকিস্তানের ব্যাটসম্যান খালিদ লতিফকে সব ধরণের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধু তাইই নয়, তাকে ১ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।

২০১৭ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে খালিদ লতিফের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ইচ্ছে করে খারাপ খেলার অভিযোগ ছিলো। যেই অভিযোগ সত্যি বলে নিজেদের রিপোর্টে জানিয়েছে অ্যান্টি কোরাপশন ট্রাইবুন্যাল। তারই প্রেক্ষিতে শাস্তি দেওয়া হয়েছে খালিদ লতিফকে। এর আগে শারজিলকেও ৫ বছর নিষিদ্ধ করেছিল পিসিবি।
৩১ বছর বয়সী খালিদ লতিফের পাকিস্তানের হয়ে অভিষেক হয় ২০০৮ সালে। পাকিস্তানের জার্সি গায়ে চেপে ৫ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলেছেন এই ব্যাটসম্যান। ওয়ানডেতে ১ অর্ধশতকে করেছেন ১৪৭ রান। সমান ১ অর্ধশতকে টি-টোয়েন্টিতে খালিদ লতিফের রান ২৩৭। ২০১৬ সালের সেপ্টেম্বরে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন খালিদ লতিফ।