

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের ১ম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পরাজিত হওয়ার সাথে সাথে নিশ্চিত হয়েছে ২০১৯ বিশ্বকাপ খেলতে বাছাই পর্ব টপকাতে হবে ক্যারিবীয়দের। অন্যদিকে সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার।

২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নিতে ৩০ সেপ্টেম্বর, ২০১৭ তে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষ ‘৮’ এ থাকতেই হবে। ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ের ফলে এই নির্ধারিত সময়ে আট থেকে অবনমনের শঙ্কা থাকছে না লঙ্কানদের। একইভাবে এই সময়ে ৮ এ ওঠার সম্ভাবনা নেই ওয়েস্ট ইন্ডিজের।
সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়া ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ খেলতে আগামী বছর বিশ্বকাপ বাছাই পর্ব শীর্ষ দুই দলের একটি হয়ে শেষ করতে হবে। যেখানে প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ পাবে জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ডের মতো দলকে।
এখন পর্যন্ত বিশ্বকাপ খেলা নিশ্চিত করা ৮ দলঃ
দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।