

আশঙ্কা করা হচ্ছিলো তখনই, যখন প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করার পরও বেশ কয়টি উইকেট পড়ার পরও ঢাকা মেট্রোর দ্বিতীয় ইনিংসে মাঠে নামছিলেন না মোহাম্মদ আশরাফুল। ব্যাট হাতে নামার মতো অবস্থাতেই ছিলেন না যে তিনি। পরে জানা যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত তিনি। যদিও আশরাফুলের বিশ্বাস তৃতীয় রাউন্ডের আগেই সুস্থ হয়ে ফিরবেন তিনি।

জ্বরের কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা সম্ভব নয় বলে মানছেন আশরাফুল নিজেই। তবে তিনি আশাবাদী তৃতীয় রাউন্ডের আগেই সুস্থ হওয়ার ব্যাপারে। তিনি বলেন, ‘এতো ভালো শুরুর পরও দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবো না ভেবে খুব খারাপ লাগছে। তবে তৃতীয় রাউন্ডের আগেই সুস্থ হয়ে উঠবো। আশা করি, যেভাবে শুরু করেছি তা ধরে রাখতে পারবো।’
প্রসঙ্গত, নিষেধাজ্ঞা থেকে ফেরা আশরাফুল দীর্ঘ চার বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে শতক হাকিয়েছিলেন। তবে সেই খুশি মিলিয়ে যেতে সময় লাগেনি। শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে জ্বরের কারণে ফিল্ডিং করতে পারেননি। রবিবার মেডিসিন বিশেষজ্ঞ সুজিত সাহার পরামর্শে রক্ত পরীক্ষা করানোর পর আশরাফুলের ডেঙ্গু ধরা পড়ে। সোমবার সকালে তিনি চলে এসেছেন ঢাকায়।