

বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য মেহেদী হাসান মিরাজ। ৯ টেস্টে ৪৩ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে মিরাজের ঘূর্ণিজাদু কতটা কাজে আসবে তা নিয়ে প্রশ্ন থাকলেও মিরাজের বিশ্বাস ভালো বল করলে সাফল্য আসবেই। তবে কন্ডিশনকেই বড় চ্যালেঞ্জ মানছেন তিনি।
মিরাজের বিশ্বাস নিজের সামর্থ্য অনুযায়ী বল করলেই আসবে সফলতা। তিনি বলেন, ‘ওখানে স্পিন ওইরকম হবে না, তারপরও আমার কাছে মনে হয়, যদি নিজের মতো বল করতে পারি তাহলে ভালো কিছুই হবে।’

গতকাল বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবার আগে সংবাদমাধ্যমকে মিরাজ বলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের নিজ নিজ বিভাগে সবাই যদি শতভাগ দিতে পারি তাহলে ভালো কিছু করা সহজ হয়ে যাবে। আপনারা জানেন যে বাইরের কন্ডিশনে খেলে আমরা অভ্যস্ত হচ্ছি এবং আমরা কম বেশি ভালো ফলাফলও করছি।’
দক্ষিণ আফ্রিকায় কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা বড় চ্যালেঞ্জ মানছেন মিরাজ। তিনি বলেন, ‘প্রতিটি সিরিজই আমাদের জন্য চ্যালেঞ্জিং। দক্ষিণ আফ্রিকার কন্ডিশতো আরও চ্যালেঞ্জ।’
মিরাজ অনুপ্রেরণা খুঁজছেন চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় সিরিজ থেকে। তিনি বলেন, ‘দেখেন চ্যাম্পিয়নস ট্রফিতে আমরা ইংল্যান্ডের কন্ডিশনে সেমি ফাইনালে উঠেছি। আয়ারল্যান্ডে ট্রাই নেশন সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়েছি। এট কিন্তু আমাদের জন্য বড় একটি প্লাস পয়েন্ট যে বড় বড় দলগুলোকে বাইরের দেশে হারাতে পারছি। এটা আমাদের ক্রিকেটের ভবিষ্যতের জন্য ভালো কিছু।’