

ট্রেনিং সেশনে সচরাচর ক্রিকেটারদের ফুটবল খেলতে দেখা যায়। সেই ফুটবল খেলতে যেয়েই বিপাকে পড়লেন আক্সার প্যাটেল। বাম পায়ে ব্যাথা পাওয়াতে স্কোয়াড থেকে নাম কাটা গেছে তার। তার বদলী হয়ে স্কোয়াডে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা।

ঘরের মাঠে অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল দুই প্রথম সারির ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। তবে আক্সারকে বিদায় জানানো লাগছে তাই বিশ্রাম আর কাটানো হচ্ছেনা জাদেজার।
এই মুহূর্তে ওর্চেস্টারশায়ারের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ডে অবস্থান করছেন রবিচন্দন অশ্বিন। তাই আক্সারের বদলী হিসেবে তার নাম বিবেচনা করা হয়নি।
আইসিসির প্রকাশিত র্যাংকিংয়ে টেস্টের দ্বিতীয় সেরা বোলার জাদেজার সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্স যাচ্ছেতাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৬২.২৫ গড়ে মাত্র ৪ উইকেট নিয়েছিলেন, ওভারপ্রতি রান দিয়েছিলেন ৫.৯২ করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ খেলে ছিলেন উইকেট শূন্য।