

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে। দুই রাউন্ড শেষে চারজন করে দেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে সাতটি দল। খুলনা টাইটান্স দলে নিয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। এর আগে রাজশাহী কিংসে খেলেছিলেন ধ্রুব।
২য় রাউন্ড শেষে দলগুলোঃ
চিটাগাং ভাইকিংস- সৌম্য সরকার, তাসকিন আহমেদ, আনামুল হক বিজয়, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, আলাউদ্দীন বাবু , তানভীর হায়দার।
লুক রনকি, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, ব্ল্যাকউড, সিকান্দার রাজা, দিলশান মুনাবীরা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানী, অলক কাপালি, মেহেদী হাসান।
শোয়েব মালিক, হাসান আলী, ফাখার জামান, ইমরান খান, ফাহিম আশরাফ, জস বাটলার, কলিন মুনরো, মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, মোহাম্মদ নবি, রাশিদ খান, অ্যাঞ্জেলো ম্যাথুস।
ঢাকা ডাইনামাইটস- সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী মারুফ, মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব।
কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শাহীদ আফ্রিদি, মোহাম্মদ আমির, শাহেনশাহ আফ্রিদি, রভম্যান পাওয়েল, রনসফোর্ড বিটন, এভিন লুইস, সুনীল নারাইন, গ্রায়েম ক্রেমার, কেভন কুপার, ক্যামেরুন দেলপোর্ত।
খুলনা টাইটান্স- মাহমুদউল্লাহ রিয়াদ, মোশাররফ হোসেন, শফিউল ইসলাম, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ চৌধুরী রাহি, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী।
জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, বেনি হাওয়েল, কার্লোস ব্রাথোয়েট, চ্যাডউইক ওয়ালটন, ক্রিস লীন, ডেভিড মালান, কাইল অ্যাবোট, রাইলি রুশো, সেকুজ্ঞে প্রসন্ন।
রাজশাহী কিংস- মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মুস্তাফিজুর রহমান, জাকির হোসেন, নিহাদউজ্জামান, রনি তালুকদার।
লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন।
রংপুর রাইডার্স- মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন ওপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি।
রবি বোপারা, ডেভিড উইলি, অ্যাডাম লিথ, জনসন চার্লস, ক্রিস গেইল, স্যামুয়েল বাদ্রি, থিসারা পেরেরা, কুশল পেরেরা।
সিলেট সিক্সার্স- সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ।
লিয়াম প্ল্যাংকেট, শানাকা, হাসারাঙ্গা, উসমান খান, বাবর আজম, ম্যাককার্থি, অ্যান্দ্রে ফ্লেচার, সান্তোকি, জ্যাকবস।