সাড়ে তিন বছর পর লাল বলে মাশরাফির উইকেট

featured photo1 26
Vinkmag ad

গতকাল এনসিএলে সাদা পোশাকে দীর্ঘ সময় পর খেলতে নেমেছিলেন মাশরাফি বিন মর্তুজা। তবে ১২ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। তবে আজ মাশরাফি দেখা পেয়েছেন কাঙ্ক্ষিত উইকেটের। 

MashrafeMortaza Large
ছবিঃ সংগৃহীত

নিজের করা ১৫ তম ওভারের ৩য় বলে সোহরাওয়ার্দি শুভকে আউট করেন মাশরাফি বিন মর্তুজা। আউট হওয়ার আগে ৮৯ রান করেন সোহরাওয়ার্দি শুভ। মাশরাফির বলে শুভ’র ক্যাচ ধরেন আফিফ হোসেন ধ্রুব।

নাইম ইসলাম (১৩৫), ধীমান ঘোষের (১০৫) শতক ও সোহরাওয়ার্দি শুভ’র প্রায় শতকে খুলনার বিপক্ষে স্কোরবোর্ডে সবকয়টি উইকেট হারিয়ে ৪৭১ রান তুলেছে রংপুর ডিভিশন। খুলনার হয়ে আল আমিন হোসেন নিয়েছেন ৪টি , আব্দুর রাজ্জাক নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া আফিফ হোসেন, তুষার ইমরান ও মাশরাফি বিন মর্তুজা ১টি করে উইকেট।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

পাকিস্তানের বিশ্বজয়!

Read Next

মুস্তাফিজ খেলবেন রাজশাহী কিংসে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share