

গতকাল এনসিএলে সাদা পোশাকে দীর্ঘ সময় পর খেলতে নেমেছিলেন মাশরাফি বিন মর্তুজা। তবে ১২ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। তবে আজ মাশরাফি দেখা পেয়েছেন কাঙ্ক্ষিত উইকেটের।

নিজের করা ১৫ তম ওভারের ৩য় বলে সোহরাওয়ার্দি শুভকে আউট করেন মাশরাফি বিন মর্তুজা। আউট হওয়ার আগে ৮৯ রান করেন সোহরাওয়ার্দি শুভ। মাশরাফির বলে শুভ’র ক্যাচ ধরেন আফিফ হোসেন ধ্রুব।
নাইম ইসলাম (১৩৫), ধীমান ঘোষের (১০৫) শতক ও সোহরাওয়ার্দি শুভ’র প্রায় শতকে খুলনার বিপক্ষে স্কোরবোর্ডে সবকয়টি উইকেট হারিয়ে ৪৭১ রান তুলেছে রংপুর ডিভিশন। খুলনার হয়ে আল আমিন হোসেন নিয়েছেন ৪টি , আব্দুর রাজ্জাক নিয়েছেন ৩টি উইকেট। এছাড়া আফিফ হোসেন, তুষার ইমরান ও মাশরাফি বিন মর্তুজা ১টি করে উইকেট।
Tags: এনসিএল মাশরাফি বিন মর্তুজা