

টাইগার পেসারদের জন্য আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটি হবে চ্যালেঞ্জিং এবং একই সাথে উপভোগ্য। পেস সহায়ক উইকেটে প্রোটিয়া পেসাররা যতটা সুবিধা পাবে ঠিক একই সুবিধা কাজে লাগিয়ে পাবে বাংলাদেশের পেসাররা। কন্ডিশনের দিক থেকে গত নিউজিল্যান্ড সফরকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ চম্পকা রামানায়েকে।
আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবে টিম বাংলাদেশ। প্রোটিয়াদের সাথে সাদা পোশাকের লড়াইয়ে কন্ডিশন বিবেচনায় দলের সাথে যাচ্ছেন পাঁচ পেসার। এর মধ্যে রামানায়েকে সেরা তিন পেসারের তালিকায় রাখছেন তাসকিন, শুভাশিস ও রুবেলকে।
বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে রামানায়েকে বলেন, ‘তাসকিন-শুভাশিসরা দীর্ঘ সময় একই লেন্থে বল করতে পারে। রুবেলের অভিজ্ঞতা কাজে দিতে পারে। কন্ডিশনের বিবেচনায় অবশ্যই ওরা এগিয়ে থাকবে। এরই সাথে ব্যাটসম্যানরা ভালো করতে পারলে ভালো কিছুই অপেক্ষা করছে।’
পেস আক্রমণে মুস্তাফিজ-শফিউলরা প্রোটিয়া ব্যাটসম্যানদের ভোগাবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কান রামানায়েকে, ‘দক্ষিণ আফ্রিকার উইকেটে ঘাস থাকে। রাবাদা, মরকেলের পাশাপাশি মুস্তাফিজ-শফিউলসহ দুই দলের পেসারদের জন্যই সুযোগটা একই রকম। এর আগে নিউজিল্যান্ডে খেলে এসেছে বাংলাদেশ, একই রকম উইকেট দক্ষিণ আফ্রিকায়। সেখানকার অভিজ্ঞতায় আশা করি খুব একটা সমস্যা হবে না তাদের।’
প্রায় এক মাস ধরে হাই-পারফরম্যান্স (এইচপি) ও অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ করছেন রামানায়েকে। সম্ভাবনাময় পেসারদের নিয়ে কাজ করে দ্রুতই বিসিবির কাছে তুলে ধরবেন এ লঙ্কান কোচ, ‘অল্প কিছুদিন কাজ করে এইচপি এবং অনূর্ধ্ব-১৯ দল থেকে বেশ কয়েকজন প্রতিভাবান পেসার পেয়েছি আমি। এখনই নাম বলতে চাই না। আশা করি এক-দুই মাসের মধ্যে তাদের তুলে আনতে পারবো যারা পরবর্তীতে জাতীয় দলে অবদান রাখতে পারবে।’
আগামী ২৫ সেপ্টেম্বর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। রামানায়েকের লক্ষ্য আপাতত সামনের যুবাদের এই সিরিজেই। আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ শুরুর দিনেই সফরকারী আফগান যুবাদের সাথে প্রথম ওয়ানডে খেলবে বাংলার যুবারা।