

আফগানিস্তানের লেগস্পিন সেনসেশন রাশিদ খান এবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয় মাতাবেন বিগ ব্যাশ টি২০ লিগে। নিজস্ব ওয়েবসাইটে এমনটিই নিশ্চিত করেছে দলটি। রাশিদ খানকে পেয়ে যারপরনাই খুশি তারা।
এ’বছর খেলা আইপিএলেও দারুণ পারফরম্যান্স ছিল আফগান এই বোলারের। সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান লিগে প্রথম বোলার হিসেবে ক্যারিবিয়ান লিগে হ্যাটট্রিকও করেছেন, আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ সব কিছুতেই দাপটের সাথে নিজের জাত চিনিয়ে যাচ্ছে ১৮ বছর বয়সী এই আফগান ক্রিকেটার। অ্যাডিলেডের সাথে চুক্তির মাধ্যমে তিনিই হতে যাচ্ছেন বিগ ব্যাশ খেলা প্রথম আফগান ক্রিকেটার।
কাবুল শহরে চলমান আফগানিস্তানের ঘরোয়া টি২০ লিগে বানদ ই আমির ড্রাগনের অধিনায়কত্ব করা রাশিদ খান জানিয়েছেন, ” আমি অনেক খুশি অ্যাডিলেডের হয়ে বিগব্যাশে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়ে, এধরনের বড় টুর্নামেন্টের অংশ হওয়াটাই ভাগ্যের তার উপর আমি যখন আফগানিস্তানের হয়ে প্রথম তখনতো ব্যাপারটা আরও রোমাঞ্চকর”

আইপিএলে নিজের প্রথম আসরে খেলতে নেমেই রাশিদ খান সানরাইজ হায়দ্রাবাদের হয়ে মাত্র ৬.৬২ ইকোনোমিতে নেন ১৭ উইকেট।সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ারলিগেও সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ছিলেন, গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে নিয়েছেন ১৪ উইকেট।
তাকে পেয়ে উচ্ছ্বসিত দলের কোচ জ্যাসন গিলেস্পিও” তার মত প্রতিভাকে দলে ভেড়ানো খুব ইতিবাচক, তার বলে ভিন্নতা আছে, উইকেট টু উইকেট বল করতে পারে আর সবচেয়ে বড় ব্যাপার কঠিন সময়ে সামলে নেওয়ার ক্ষমতা আছে এই তরুনের”
আফগানিস্তানের হয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২৯ টি ম্যাচ খেলে নিয়েছে ৬৩ উইকেট যার মধ্যে গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ৭/১৮ ওয়ানডে ক্রিকেটেরই চতুর্থ সেরা বোলিং ফিগার। এছাড়া আফগানিস্তানের হয়ে ২৭ টি২০ তে নিয়েছেন ৪২ উইকেট।