ক্রিকইনফোর চোখে ২০২০ এর সেরা একাদশ
ইএসপিএন ক্রিকইনফো খেলোয়াড়দের সালতামামি বিশ্লেষণ করে পুরুষ বিভাগে এ বছরের টেস্ট,ওয়ানডে ও টি-টোয়েন্টির একাদশ এবং নারী বিভাগের টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করেছে। করোনার ভয়াল থাবায় চার মাস ক্রিকেট বন্ধ থাকার পরও খেলোয়াড়দের নজরকাড়া পারফরম্যান্স ছিল। পুরুষ…