মাহমুদউল্লাহর মতে যারা হবেন পঞ্চপান্ডবের বিকল্প

মাহমুদউল্লাহ রিয়াদ সৌম্য সরকার

বাংলাদেশের ক্রিকেটে লম্বা সময় ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা। একসঙ্গে এই পাঁচজনকে পঞ্চপান্ডব বলে ডাকা হয়।

টেস্ট ফরম্যাটে খেলেন না মাশরাফি বিন মর্তুজা, অবসর নিয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাট থেকে, ছেড়েছেন ওয়ানডে দলের নেতৃত্ব। কতদিন এই ফরম্যাট টা খেলতে পারবেন তা নিশ্চিত নয়। পঞ্চপান্ডবকে একসাথে তাই খেলতে দেখাটা অনিশ্চয়তার মুখে।

এমতাবস্থায় প্রশ্ন- কারা হবেন পঞ্চপান্ডবের বিকল্প, যারা কিনা বাংলাদেশ ক্রিকেটকে পরবর্তী ধাপে নিয়ে যাবেন? এই প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

দ্য ডেইলি স্টারের ফেসবুক পেইজে লাইভে এসে মাহমুদউল্লাহ রিয়াদ এই প্রসঙ্গে বলেন, ‘প্রথমেই একটা কথা বলি, আমাদের যে পাঁচজনের কথা বললেন, আমরা কিন্তু ঐসব কাঠখড় পুড়িয়েই আল্লাহর রহমতে এই পর্যায়ে আসতে পেরেছি। আমরা অনেক সময় ফেইল করেছি, শিখেছি, জেনেছি। এরপর আমরা ম্যাচিউর হয়েছি।’

বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার থাকলেও আলাদা করে চারজনের নাম নিয়েছেন মাহমুদউল্লাহ।

‘আমার মনে হয় এখন মা শা আল্লাহ ইয়াং অনেকগুলা প্লেয়ার আছে। আমি যদি নাম নিতে চাই- লিটন, সৌম্য, আফিফ, সাইফউদ্দিন। এরা খুবই অসাধারণ ক্রিকেটার। আমি আশা করব ৫ জন না, ১১ জন সলিড কন্ট্রিবিউটর হবে বাংলাদেশের জন্য ভবিষ্যতে।’

‘আমি পার্টিকুলারলি এই চারজনের নাম বললাম, আরো অনেক প্লেয়ার আছে। মিরাজের কথা বলবো, মিরাজ খুব ভাল একজন অলরাউন্ডার হতে পারে। মোসাদ্দেক আছে, সে খুব ভাল ফিনিশার হতে পারে।’

‘তো আমাদের হাতে অপশন আছে। আমি আশা করব তারা নিজেদের জন্য ও দলের জন্য দারুণ কিছু করবে।’

এর আগে জাতীয় দৈনিক ‘সমকালকে’ দেওয়া এক সাক্ষাৎকারে টাইগারদের নয়া ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি আছে (পঞ্চ পান্ডব হওয়ার মত ক্রিকেটার)। লিটন, সৌম্য, মুস্তাফিজ এখন অভিজ্ঞ। চার- পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছে তারা। তরুণ বলব নাজমুল হোসেন শান্তকে। লিটন ভালো খেলা শুরু করেছে। সৌম্যও ভালো করছে। বাংলাদেশ ক্রিকেট এত বছর ওদের ব্যাক করেছে। এখন ওদের পারফরম্যান্স করার সময়।’

৯৭ ডেস্ক

Read Previous

না ফেরার দেশে রামচাঁদ গোয়ালা

Read Next

ওয়াহিদুল গনির ‘গোয়ালা দা’ স্মরণ

Total
0
Share