মাঞ্জরেকারের বিশ্বকাপের সেরা একাদশে আফ্রিদি, স্যান্টনার

SANJAY

ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার আজ এবারের বিশ্বকাপের টিম অফ দ্যা টুর্নামেন্ট ঘোষণা করেছেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজের পছন্দের একাদশে তিন নম্বরে ঠাই দিলেন। গোটা আসরে ব্যাটে-বলে যারা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন, তাদের মধ্য থেকে বেছে নেওয়া সেরা ১১ ক্রিকেটারকে নিয়ে বানানো সঞ্জয় মাঞ্জেরেকারের এই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

Screenshot 435

প্রত্যাশিতভাবেই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপে আলো ছড়ানো বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান বিশ্বকাপ ঘিরে যতগুলো সেরা একাদশ তৈরি হবে, প্রতিটিতেই সাকিব আল হাসানের থাকাটা স্বাভাবিক।

ব্যাটিংয়ে সাকিব ৮৬.৫৭ গড় ও ৯৬.০৩ স্ট্রাইক রেটে করেছেন ৬০৬ রান। পেয়েছেন দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি। আর বোলিংয়ে ৩৬.২৭ গড়ে নিয়েছেন ১১টি উইকেট। যেখানে ওভারপ্রতি তিনি রান দিয়েছেন ৫.৩৯ করে। তার সেরা বোলিং ছিল ফিগার ২৯ রানে পাঁচ উইকেট।

রানার্স-আপ নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসনকেই পছন্দের দলের নেতৃত্বের ভার দিয়েছেন সঞ্জয় মাঞ্জেরেকার। তার দলে ভারত থেকে আছেন ওপেনার রোহিত শর্মা, বিরাট কোহলি ও জাসপ্রীত বুমরাহ।

Screenshot 437

দলে আছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি ও কিউই স্পিনার মিচেল স্যান্টনার।

সঞ্জয় মাঞ্জরেকারের চোখে টিম অফ দ্যা টুর্নামেন্ট-

জেসন রয়, রোহিত শর্মা, সাকিব আল হাসান, ভিরাট কোহলি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, মিচেল স্টার্ক, জফরা আর্চার, শাহীন শাহ আফ্রিদি ও জাসপ্রীত বুমরাহ।

বিশ্বকাপের সেরা দল (ব্যাটিং অর্ডার অনুসারে):

জেসন রয় (ইংল্যান্ড)- ৬৩.২০ গড়ে ৪৪৩ রান

রোহিত শর্মা (ভারত)- ৮১.০০ গড়ে ৬৪৮ রান

সাকিব আল হাসান (বাংলাদেশ)- ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান ও ৩৬.২৭ গড়ে ১১ উইকেট

ভিরাট কোহলি (ভারত)

কেন উইলিয়ামসন (অধিনায়ক) (নিউজিল্যান্ড)- ৮২.৫৭ গড়ে ৫৭৮ রান

অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক) (অস্ট্রেলিয়া)- ৬২.৫০ গড়ে ৩৭৫ রান ও ২০ ডিসমিসাল

মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ১৮.৫৯ গড়ে ২৭ উইকেট

জফরা আর্চার (ইংল্যান্ড)- ২৩.০৫ গড়ে ২০ উইকেট

শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)

জাসপ্রিত বুমরাহ (ভারত)- ২০.৬১ গড়ে ১৮ উইকেট।

৯৭ প্রতিবেদক

Read Previous

সুপার ওভারই মৃত্যু ডেকে এনেছে নিশামের কোচের!

Read Next

ক্রিকইনফোর চোখে টিম অফ দ্যা টুর্নামেন্ট

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share