তামিমের বাজি: অনেক রেকর্ড নিজেদের করে নিবেন সৌম্য-লিটন

তামিম লিটন সৌম্য

২০০৯ সালের ১৬ আগস্ট জিম্বাবুয়ের মাটিতে তাদের বিপক্ষে ১৫৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। প্রায় ১১ বছর ধরে যা ছিল বাংলাদেশের কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস (ওয়ানডে) এর রেকর্ড। ২০২০ সালের ৩ মার্চ ঘরের মাঠে ঐ জিম্বাবুয়ের বিপক্ষেই ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম। নিজের রেকর্ড নিজেই ভাঙা তামিমের শীর্ষস্থান হারাতে হয় ২ দিন বাদে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ মার্চ লিটন দাস খেলেন ১৪৩ বলে ১৭৬ রানের অনবদ্য এক ইনিংস। ১৬ চার ও ৮ ছক্কায় সাজানো লিটন দাসের ইনিংসটি এখন বাংলাদেশী কোন ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড।

বাংলাদেশ ওয়ানডে দলের নব নিযুক্ত অধিনায়ক তামিম ইকবাল মনে করেন সৌম্য সরকার ও লিটন দাস এরকম বহু রেকর্ড নিজেদের করে নিবেন। ফেসবুক লাইভ আড্ডায় সৌম্য-লিটন-মুমিনুল-তাইজুলদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তামিম।

লিটনকে উদ্দেশ্য করে তামিম বলেন, ‘সত্যি কথা বলতে কি লিটন, তুই-সৌম্য যে ধরণের প্লেয়ার। এই রেকর্ডগুলা যদি কেউ ভাঙতে পারে তাহলে আবার তোরাই (সৌম্য-লিটন) ভাঙবি। তোরা আমার কথাটা ধরে রাখ। কারণ, তোরা খুবই গিফটেড প্লেয়ার। আল্লাহ তোদেরকে স্পেশাল কিছু ট্যালেন্ট দিয়েই বাংলাদেশে পাঠিয়েছে।’

সৌম্য-লিটনদের সামর্থ্যে আস্থা আছে তামিমের। তাই তাদের নিয়ে বাজি ধরেছেন তিনি।

‘হয়তোবা মাঝে মাঝে আমরা খুব তাড়াতাড়ি মানুষকে ক্রিটিসাইজ করা শুরু করি। কিন্তু তোরা যত বেশি খেলবি বাংলাদেশের জন্য, তোরা কত ধরণের কত রেকর্ড ভাঙবি; এটা তোরা ৭ বছর বাদে আমাকে এসে বলিস যে এই কথা আমি বলেছিলাম।’

এর আগে মাশরাফি বিন মর্তুজা তামিমের সঙ্গে আলাপে মুস্তাফিজুর রহমানের সঙ্গে সৌম্য-লিটনকে তামিমের বড় অস্ত্র বলেছিলেন।

মাশরাফি বলেছিলেন, ‘সৌম্য আছে, লিটন আছে, মুস্তাফিজ আছে। তুই (তামিম) জানিস, এরা তোর কত বড় অস্ত্র। ওদের ব্যাপারে যদি তোকে কেউ কিছু বলে তাহলে কিন্তু তোর মত করে হ্যান্ডেল করতে হবে। সেটা যদি তুই প্রকাশ্যে নাও বলতে পারিস, ওদের অতটুকু জায়গা দিতে পারিস তাহলে আমি নিশ্চিত তুই ওদের কাছ থেকে রিটার্ন পাবি। ওরা কিন্তু ম্যাচ উইনার, একশ ভাগ ম্যাচ উইনার। ওদের ইমপ্যাক্টের সাথে যদি ওরা ৫০ ভাগ দিতে পারে তাহলে অস্ট্রেলিয়ার মত দলকেও হারাতে পারব।’

৯৭ প্রতিবেদক

Read Previous

গাভাস্কারের ভারত-পাকিস্তান যৌথ একাদশ

Read Next

লিটন শোনালেন বদলে যাওয়ার গল্প

Total
0
Share