তামিমকে ম্যাচ উইনারদের কাঁধে হাত রাখতে বললেন মাশরাফি

আফিফ সাইফদ্দিন মাশরাফি তামিম শান্ত তাইজুল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম অধিনায়কের নাম মাশরাফি বিন মর্তুজা। ৫০ টি ওয়ানডেতে বাংলাদেশকে জয় এনে দেওয়া মাশরাফি চেয়ার ছেড়ে দিয়েছেন। সেই চেয়ারে বসেছেন তামিম ইকবাল খান। মাশরাফির মতে এই চেয়ারে বসার জন্য তামিম যোগ্য লোক। তামিমের কাছে তার চাওয়া নিজের মতো করে দল চালাবেন তামিম, আস্থা রাখবেন ম্যাচ উইনারদের প্রতি। 

তামিম ইকবালের ফেসবুক পেইজে লাইভে দীর্ঘক্ষণ আলাপ করেন মাশরাফি ও তামিম। আলাপের এক পর্যায়ে মাশরাফি বলেন, ‘আমি তোর (তামিম) কাছ থেকে সবসময় একটা জিনিস আশা করি যে তুই ক্যাপ্টেন্সি করতে চাইতি না, এখন তোর মন থেকে এসেছে। আমি তোকে কখনোই বলবো না কি করতে হবে, তোর মন যা চায় তাই তুই করবি। অবশ্যই তুই মুশফিক-রিয়াদ-সাকিব আছে, তাদের সাথে তো আলোচনা করবিই। আমি বিশ্বাস করি তোর যে লিডারশিপ স্কিল আছে তা যদি তুই মাঠে প্রয়োগ করিস তাহলে তুই অনেক বেশি সফল হবি।’

তামিম তখন মনে করিয়ে দেন কীভাবে তামিমের কাঁধে হাত রেখেছিলেন অধিনায়ক মাশরাফি, ‘মনে আছে না ভাই, আমি আউট হয়ে আসলাম; একজন বললো নিশ্চিত কর যে এ পরবর্তী ম্যাচে খেলবে না। আমার মনে আছে আপনি বলেছিলেন যদি এমন হয় তাহলে আমি পদত্যাগ করবো। আমি আশা করি, আল্লাহ যদি আমাকে ঐ অবস্থায় নিয়ে যায়। আমিও যেন এমন কথা বলতে পারি প্লেয়ারদের।’

মাশরাফি তখন বলেন, ‘অবশ্যই পারবি, বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু কঠিন তামিম। আমাদের প্রেক্ষাপটগুলো এত সহজই না। তবে, তোকে ধৈর্য রাখতে হবে। তুই যদি তোর টিমকে এটা বুঝাইতে পারিস যে তুই তাদের জন্য সবকিছু করবি; হয়তো তুই পারবি না কোন কোন ক্ষেত্রে। তখন সবাই তোর জন্য লড়বে।’

‘যে ঘটনাটা তোর ক্ষেত্রে ঘটেছে, তোর ক্ষেত্রে বারবার ঘটেছে। যতক্ষণ আমি জানি যে তুই তোর সেরাটা দিচ্ছিস, ততক্ষণ তো কে কি বললো এটা ম্যাটার করে না।’

‘সেরকম তুই যদি ধর কারো ক্ষেত্রে- যেমন সৌম্য আছে, লিটন আছে, মুস্তাফিজ আছে। তুই জানিস, এরা তোর কত বড় অস্ত্র। ওদের ব্যাপারে যদি তোকে কেউ কিছু বলে তাহলে কিন্তু তোর মত করে হ্যান্ডেল করতে হবে। সেটা যদি তুই প্রকাশ্যে নাও বলতে পারিস, ওদের অতটুকু জায়গা দিতে পারিস তাহলে আমি নিশ্চিত তুই ওদের কাছ থেকে রিটার্ন পাবি। ওরা কিন্তু ম্যাচ উইনার, একশ ভাগ ম্যাচ উইনার। ওদের ইমপ্যাক্টের সাথে যদি ওরা ৫০ ভাগ দিতে পারে তাহলে অস্ট্রেলিয়ার মত দলকেও হারাতে পারব।’

৯৭ প্রতিবেদক

Read Previous

নিজে না খেয়ে তামিমের জন্য টাকা সঞ্চয় করতেন নাফিস ইকবাল

Read Next

আর্চারের ভয়ে ওপেন করতে নামেননি মাশরাফি

Total
0
Share