টাইগারদের আগুন বোলিং থেকে জিম্বাবুয়েকে বাঁচালো বৃষ্টি

Bangladesh U 19

বাংলাদেশের অনূর্ধ্ব বিশ্বকাপ মিশন শুরু হয়েছে আজ, জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে। যুব বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার পচেফট্রুমে টস হেরে আগে ব্যাট করে ২৮.১ ওভারে ৬ উইকেটে হারিয়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ ১৩৭ রান সংগ্রহ করে। এরপরই পচেফস্ট্রুমে আবার বৃষ্টির হানা।

বাংলাদেশি বোলারদের বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে। বৃষ্টিতে থামলো টাইগারদের আগুন বোলিং।

বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার কারণে দেরি হয়। টস জিতে বাংলাদেশ অধিনায়ক আকবর আলী ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও টানা উইকেট হারায় জিম্বাবুয়ে। বাংলাদেশি বোলাররা শুরু থেকেই চাপে রাখেন জিম্বাবুয়ান ব্যাটসম্যানদের। দলীয় ২৯ রানে ওপেনার ওয়েসলি মাধেভেরেকে (১৮) আউট করেন তানজিম হাসান সাকিব। ২৭ রানে থাকা আরেক ওপেনার ইমানুয়েল বাওাকে ফেরান মৃত্যুঞ্জয় চৌধুরী, ক্যাচ নেন মাহমুদুল জয়।

এরপর টানা ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে; টাইগার বোলারদের সামনে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয় তাঁদের ব্যাটিং লাইন-আপ। ২৮ রান করা মিল্টন সাম্বাকে শরিফুলের বলে ক্যাচ নেন আকবর আলী। জিম্বাবুয়ে অধিনায়ক ডিয়ন মায়ার্স করেন মাত্র ১; শামিম হোসেনের বলে বোল্ড হন। উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি লুক ওল্ডনোও; ৯ বলে ১ রান করে হয়েছেন রান-আউটের শিকার। ৮৮ রানেই ৫ উইকেট নেই জিম্বাবুয়ের।

এরপর ৩৩ বলে ৩১ রান করা মারুমানিকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন রাকিবুল হাসান।

বল হাতে বাংলাদেশের হয়ে সাকিব, শরিফুল, মৃত্যুঞ্জয়, শামিম ও রাকিবুল হাসান ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলঃ  ১৩৭/৬ (২৮.১ ওভার) ওয়েসলি ১৮, ইমানুয়েল ২৭, মিল্টন ২৮, ডিয়ন মায়ার্স ১, মারুমানি ৩১, লুক ১; সাকিব ১/৪১, শরিফুল ১/২৫, মৃত্যুঞ্জয় ১/২৮, শামিম ১/২৩, রাকিবুল ১/১৯

বাংলাদেশের একাদশঃ তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন, মাহমুদুল হাসান জয়, মো. তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম।

৯৭ প্রতিবেদক

Read Previous

ক্রিকইনফোর চোখে বঙ্গবন্ধু বিপিএলের সেরা একাদশ

Read Next

‘১৪০ কিমি’ গতি তুলে পাকিস্তান জয়ের অপেক্ষায় হাসান মাহমুদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share