
নর্দান টেরিটরির বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলছে বিসিবি’র হাই-পারফরম্যান্স(এইচপি) দল। এর আগে স্বাগতিক নর্দান টেরিটরিকে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে এইচপি দল।
প্রথম দিনে মারারার ডারউইনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী দল। তিন দিনের ম্যাচে প্রথম দিনটা দাপট দেখিয়েই শেষ করেছিলো সফরকারীরা। ৬ উইকেট হারিয়ে ৩১২ রান করে ইনিংস ঘোষনা করে এইচপি দল।
দ্বিতীয় দিন ব্যাটিং করতে নেমে এইচপি দলকে পাল্টা জবাব দিচ্ছে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের এই দলটি। দিন শেষে ৩১৬ রান করতে মাত্র ৩ উইকেট হারিয়েছে তাঁরা।
এইচপি বোলাররা যে খুব একটা সুবিধা করতে পারেনি সেটা বলাই যায়। নর্দান টেরিটরির ওপেনিং জুটি থেকে আসে ৮৪ রানের বড় পার্টনারশীপ। এই জুটি ভাঙ্গেন নিহাদুজ্জামান। ৪০ রানের মাথায় ওপেনার ম্যাকসিউনিকে বোল্ড করেন এই পেসার। এরপর অধিনায়ক গ্রেগরিকে ১৭ রানের মাথায় বোল্ড করেন তানভির হায়দার।
রানের চাপ যখন বাড়ছিলো তখনই খেই হারিয়ে ফেলে এইচপি’র বোলাররা।
৯৭ রান করা হ্যাকনিকে তানভির হায়দার আউট করলেও দ্বিতীয় দিনে আর কোন উইকেট পায়নি এইচপি বোলাররা। ১০২ রান করে অপরাজিত থাকেন ডিকম্যান আর ৪৬ রান করা ডয়ালি।