আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় বললেন ইসুরু উদানা

আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় বললেন ইসুরু উদানা

শ্রীলঙ্কান পেসার ইসুরু উদানা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ের পরেই অবসর নিয়ে ফেললেন শ্রীলঙ্কার তারকা পেসার ইসুরু উদানা। টুইটার অ্যাকাউন্টে উদানা নিজেই অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেটে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন তিনি। আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে তাঁকে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তে উদানা বলেছেন,

‘আমার মনে হয়েছে নতুন প্রজন্মের ক্রিকেটারদের জায়গা করে দেওয়ার জন্য এটাই সেরা সময়। গর্বের সঙ্গে, প্যাশনের সঙ্গে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছি সবসময়ে। দেশের হয়ে খেলতে নেমে সবসময়েই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

পেসার ইসুরু উদানা শ্রীলঙ্কার জার্সিতে ২১টি ওয়ানডে ম্যাচ খেলে উইকেট শিকার করেছেন মোট ১৮টি। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি ৩৫ ম্যাচে শিকার করেছেন ২৭ উইকেট। দুই ফরম্যাট মিলিয়ে তাঁর রানসংখ্যা যথাক্রমে ২৩৭ এবং ২৫৬।

৯৭ ডেস্ক

Read Previous

গিবস, প্রায়রদের হুমকি দিচ্ছে বিসিসিআই, দিলশান দেখাচ্ছেন বৃদ্ধাঙ্গুলি

Read Next

জহির খানের বিশ্বকাপ স্কোয়াড, রাখেননি ধাওয়ানকে

Total
0
Share