পিএসএল অভিষেকেও ব্যাট হাতে ব্যর্থ সাব্বির

featured photo1 3

সাকিব আল হাসানের আঙুলের ইনজুরিতে পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) পেশোয়ার জালমি দলে টেনেছিল সাব্বির রহমানকে। তবে ১ম ৩ ম্যাচে একাদশে ছিলেননা সাব্বির। দলের চতুর্থ ম্যাচে জাতীয় দলের সতীর্থ তামিম ইকবালের সঙ্গে একাদশে ছিলেন সাব্বির রহমানও। ফিল্ডিং এ নেমে তিন ক্যাচ ধরলেও ব্যাট হাতে ব্যর্থ হন সাব্বির। পিএসএলে তামিম-সাব্বিরের ১ম বার যুগলবন্দী হবার ম্যাচে জয় দেখেছে পেশোয়ার।

শ্রীলঙ্কার বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে আউট হয়েছিলেন জার্সির সমান রান (১) করে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছিলেন না দলে। পিএসএলেও ব্যাট হাতে সুখকর অভিজ্ঞতা হয়নি অভিষেকে।

কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে এদিন মাঠে নামেন সাব্বির রহমান। আগে ব্যাট করতে নামা কোয়েটার ওপেনার আসাদ শফিককে ফেরাতে দারুণ এক ক্যাচ তালুবন্দি করেন সাব্বির। পরে দারুণ ব্যাট করতে থাকা রাইলি রুশোর ক্যাচ ধরেন সাব্বির। মোহাম্মদ নওয়াজকে ফেরাতে ম্যাচে নিজের তৃতীয় ক্যাচটি ধরেন সাব্বির।

১ম ক্যাচটি দেখুন:

গত ম্যাচে একাদশে থাকলেও আজ বাদ পড়েছন মাহমুদউল্লাহ রিয়াদ।

২য় ক্যাচটি দেখুন:

৩য় ক্যাচটি দেখুন:

ব্যাট হাতে সাব্বির যখন নামেন পেশোয়ারের দরকার ছিল ৩৫ রান। সঙ্গী হিসেবে পেয়েছিলেন তামিম ইকবালকে। তবে রান আউট হন ৩৮ বলে ৩৬ রান করা তামিম। সেখান থেকে দলকে জয়ের মুখ দেখানো অব্দি মাঠে থাকতে পারেননি সাব্বির। রাহাত আলির ফুলটস বলে ক্যাচ দিয়ে ফেরেন সাব্বির। ১১ বলে সাব্বিরের সংগ্রহ ছিল ১ চারে ঠিক ১১।

সাব্বিরের আউট দেখুন:

৯৭ ডেস্ক

Read Previous

সিপিএলে ক্রিস গেইলের দলে মাহমুদউল্লাহ

Read Next

বিসিবির মিথ্যাচারে বুলবুলের ক্ষোভ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share