অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের হেড কোচ হাফিজ

মোহাম্মদ হাফিজ

ডিসেম্বর ও জানুয়ারি মিলিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজের জন্য পাকিস্তান দলের হেড কোচ এর দায়িত্ব পালন করবেন মোহাম্মদ হাফিজ। দলটির সাবেক এই অধিনায়ক ইতোমধ্যে পাকিস্তানের ‘টিম ডিরেক্টর’ পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। যেই পদে এতদিন দায়িত্ব পালন করেছেন কোচ মিকি আর্থার।

গত বুধবার বাবর আজম অধিনায়কের পদ থেকে নিজেকে সরিয়ে নেন। তিনি ৩ সংস্করণ থেকেই নিজের দায়িত্ব ছাড়েন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), পুরো দলের ম্যানেজমেন্টকে অনেকটা ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

তার-ই অংশ হিসেবে দলটির ডিরেক্টর পদে যোগদান করেছেন হাফিজ। আর ঠিক এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য হাফিজ’কে দলের কোচ হিসেবে রেখেছে পিসিবি।

ডিরেক্টর ও কোচ উভয় ভূমিকায় এই দুই সিরিজে দায়িত্ব পালন করবেন হাফিজ। বাবর অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর, পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শাহীন শাহ আফ্রিদি এবং টেস্ট অধিনায়ক হিসেবে শান মাসুদ এর নাম ঘোষণা করেছে বোর্ড।

৪৩ বছর বয়সী হাফিজ এর জন্য এই দায়িত্ব একেবারে নতুন ও গুরুত্বপূর্ণ। দুই বছর আগেও পাকিস্তান দলের হয়ে খেলেছেন তিনি। পূর্বের কোনো কোচিং করানোর অভিজ্ঞতাও নেই তাঁর। তবে পাকিস্তানের বর্তমান প্রশাসনিক অবস্থার মধ্যে নবীন সাবেক খেলোয়াড়দের দিকেই ঝুঁকতে দেখা গেছে পিসিবিকে।

দলটির প্রধান নির্বাচক পদটি এখনো ফাঁকা রয়েছে। যেখানে পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজ এর সম্ভাবনা বেশি বলেও জানা যায়। ডিসেম্বরের ১৪ তারিখ প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ৩ ম্যাচের টেস্ট সিরিজ শেষে নিউজিল্যান্ড যাবে পাকিস্তান দল। সেখানে খেলবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

৯৭ ডেস্ক

Read Previous

বিশ্বকাপ ফাইনালে যা যা রাখছে বিসিসিআই

Read Next

বিশ্বকাপের ফাইনাল দেখবেন না প্রোটিয়া কোচ

Total
0
Share