প্রোটিয়াদের বিপক্ষে টাইগারদের পরিকল্পনা জানালেন রাসেল ডোমিঙ্গো

প্রতিপক্ষ নয়, সময় বদলে যাওয়ায় খুশি ডোমিঙ্গো

বিশ্বকাপ বাছাইপর্ব কোনমতে উতরে গেলেও সুপার টুয়েলভে যেন বাংলাদেশের পক্ষে জয়ের দেখাই মিলছে না। টানা ৩ ম্যাচ হেরে সেমির স্বপ্ন ফিকে হয়ে গেছে।

ইনজুরির কারণে ইতোমধ্যে বিশ্বকাপ শেষ হয়ে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এর আগে সাইফউদ্দিনেরও শেষ হয়ে যায় বিশ্বকাপ। ইনজুরির কারণে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও অনিশ্চিত।

এমন ভঙ্গুর দল নিয়ে আগামীকালের নিজেদের ৪র্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে প্রোটিয়াদের সাথে কাজ করায় তাদের সম্পর্কে ভালো জ্ঞান আছে বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গোর। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের ভালো পরিকল্পনা রয়েছে। তারা সেটিকে কাজে লাগিয়ে জিততে আগ্রহী।

‘দক্ষিণ আফ্রিকা বেশ ভালো খেলছে। দীর্ঘ সময় ধরে ওদের সাথে কাজ করেছি। যদিও তাদের স্পিন খেলা নিয়ে সবসময় প্রশ্ন থেকে যায়। আশা করি, আগামীকালের কন্ডিশন আমাদেরকে সাহায্য করবে।’

‘তাই, আমাদের সুযোগ কাজে লাগানোর কিছু ক্ষেত্র রয়েছে এবং সেদিকে নজর দিয়ে আমরা ওদের বিপক্ষে খেলবো। আমি কি আপনাদের বলেছি যে আমি সঠিক বিষয় নিয়ে ভাবছি না? আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে। আগামীকালের ম্যাচের পরিকল্পনার জন্য আজকে সকালে ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আগের ৩ ম্যাচে জয় না পেলেও দলের চেষ্টায় কোন ঘাটতি ছিল না বলে অভিমত দেন ডোমিঙ্গো। জানান, নিজেদের কার্যক্রমের খেলোয়াড়দের দক্ষতাকেও বিবেচনায় আনতে হবে।

‘দেখুন, আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলেছি। আমরা জানি জয়ের ব্যাপারে আমাদের সবসময় চিন্তাধারা কাজ করে। জয় না পেলে হতাশা জন্ম নেয়।’

‘আমি মনে করি, আমাদের কার্যক্রমের উপর মনস্থির করতে হবে এবং কীভাবে জয় পাওয়া যায়, সেভাবে সচেষ্ট হতে হবে। অবশ্যই প্রতি ম্যাচে সবাই জয়ের জন্য খেলেছে, চেষ্টা করেছে। যদি আপনি শুধু সেদিকে নজর দেন, তবে আপনি আপনার গতিপথ হারিয়ে ফেলবেন।’

‘তাই আমার মতে, আগামীকালের ম্যাচে আমাদের নিজস্ব দক্ষতার দিকে নজর দিতে হবে, আমাদের কার্যক্রমও মাথায় রাখতে হবে। খেলায় আপনাকে পরিস্থিতি বুঝা শৃঙখলা রাখতে হবে। যদি আপনি করতে পারেন, আশা করি খেলার ফলাফল ঠিকঠাক আসবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

মিডল অর্ডারে লিটন, এই ভাবনাও ডোমিঙ্গোদের আলোচনায়

Read Next

সমালোচনার মাঝেই অর্জনগুলো মনে করালেন ডোমিঙ্গো

Total
0
Share