বিসিবি অনড় আগের অবস্থানে, ফ্র্যাঞ্চাইজি চায় লাভের ভাগ

বিপিএল

বিপিএল, সাকিবের দলবদল, ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি শেষ এ কয়টি বিষয়ে গত কিছুদিন বেশ তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন। সবশেষ গতকাল (১৯ আগস্ট) ফ্র্যাঞ্চাইজি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে দু পক্ষের দাবি ধাওয়া আর পরিকল্পনা নিয়ে হয়েছে আলোচনা। বিপিএল গভর্নিং কাউন্সিল নিজেদের আগের সিদ্ধান্তেই অনড়, ফ্র্যাঞ্চাইজিরা চায় লাভের ভাগ।

bpl

ঢাকা ডাইনামাইটসের আইকন সাকিব চুক্তি শেষ না করেই নতুন ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখান। আর এতেই শুরু হয় ফ্র্যাঞ্চাইজি, বিপিএল গভর্নিং কাউন্সিলের দ্বন্ধ। সাকিবের আগেই অবশ্য ভিন্ন ভিন্ন দলে নিজেদের ঠিকানা বদলানোর চুক্তি করেন তামিম-মুশফিক। তখন খেলোয়াড়দের নতুন চুক্তির বিষয়ে জটিলতা মাথাচাড়া দিয়ে না উঠলেও সাকিবের দলবদলেই বাড়ে সমস্যা যার প্রভাব পড়ে বিপিএল নিয়মকানুনেও।

জটিলতার এক পর্যায়ে বিপিএল গভর্নিং কমিটি ফ্র্যাঞ্চাইজিদের সাথে বিসিবির চুক্তির মেয়াদ শেষ বলে আকষ্মিক ঘোষণা দিয়ে বসে। ফলে দলগুলোর সাথে খেলোয়াড়দের নতুন চুক্তিও অবৈধ হয়ে পড়ে, এতেই দু পক্ষের রেশারেশি বেড়ে যায়। ডাকা হয় ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বৈঠকের জন্য, আলোচনায় উঠে আসে অনেক কিছুই। একদম নতুন আঙ্গিকে বিপিএল শুরুর সিদ্ধান্তে নিজেদের অবস্থান ধরে রেখেছে বিপিএল কমিটি।

mash sakib

এদিকে যে সাকিব নিয়ে এতকিছু সেই সাকিব প্রসঙ্গে নাকি কোন আলোচনাই হয়নি জানিয়েছে ঢাকা ডাইনামাইটস কতৃপক্ষ। দলটির প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম আলোচনা শেষে সাংবাদিকদের বলেন, “সাকিবের ব্যাপারে কোন আলোচনা হয়নি।” তবে কি ইস্যুতে আলোচনা করেছেন সেটা নিয়ে দিয়েছেন ধারনা,

“আইকনদের নিয়েতো আসলে সমস্যা নেই। এবার সবকিছু নতুন করে হচ্ছে ফলে এটা নিয়ে কথা বলার প্রয়োজন হয়নি। বিপিএল গভর্নিং কমিটি কিছু পরামর্শ চেয়েছে আমরা লিখে এনেছি তাদের দিয়েছিও। এখন কি হয় দেখা যাক।”

এদিকে খুলনা টাইটানস লভ্যাংশের ভাগ চাওয়ার পাশাপাশি দাবি তুলেছে নিয়ম যেন দ্রুত না বদলানো হয়। এ প্রসঙ্গে খুলনার মালিক কাজী এনাম জানান,

“টুর্নামেন্ট যেন মজবুত হয়। অনেক দলেরই বছর বছর মালিক বদলায়। বানিজ্যিকভাবে টুর্নামেন্ট কীভাবে লাভজনক করা যায়, ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিও যেন লাভ পায় যেখানে বিসিবিও ক্ষতিগ্রস্থ হবেনা। লভ্যাংশ ভাগাভাগির বিষয় এসেছে। আগামী চার বছরের জন্য আবার চুক্তি হচ্ছে, ড্রাফট, খেলোয়াড় ধরে রাখার নিয়ম ইত্যাদি যেন সবার সাথে আলোচনা করে একেবারে সিদ্ধান্ত নেওয়া হই। বছর বছর নিয়ম পরিবর্তন না করে নিয়ম গুলো স্বচ্ছ থাকুক।”

b17

গতকাল (১৯ আগস্ট) মাত্র তিনটি দলের সাথে বৈঠক হয়েছে বাকীদের সাথে আলাপ আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তগুলো জানানো হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি সাংবাদিকদের জানান,

“এ বছর আমাদের পরিকল্পনা নিলাম হবে। ড্রাফট হবে একদম নতুন করে, খেলোয়াড় ধরে রাখার প্রক্রিয়া এখনও নিশ্চিত হয়নি। হলে আপনাদের জানানো হবে।” এদিকে খেলোয়াড়দের সাথে ইতোমধ্যে হওয়া ফ্র্যাঞ্চাইজির চুক্তি আবারও অবৈধ বললেন বিসিবি পরিচালক মাহবুব আনাম, “যতবার এই প্রশ্ন করা হবে উত্তর একই আসবে। খেলোয়াড়দের ওই চুক্তিকে আমরা স্বীকৃতি দিচ্ছিনা, দেইনা।”

৯৭ প্রতিবেদক

Read Previous

আজই বাংলাদেশে আসছেন ডোমিঙ্গো-ল্যাঙ্গেভেল্ট

Read Next

দুঃসংবাদ শোনালেন জাস্টিন ল্যাঙ্গার

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share