ফিরতে পেরে খুবই খুশি হাথুরুসিংহে

ফিরতে পেরে খুবই খুশি হাথুরুসিংহে

চলতি বছরের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চন্ডিকা হাথুরুসিংহেকে দ্বিতীয় মেয়াদে কোচ হিসাবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসেন লঙ্কান এই কোচ।

বিপিএল চলাকালীন নিয়োগ পেয়েছিলেন, তবে জাতীয় দলের কোন কার্যক্রম না থাকায় আসলেন বিপিএল শেষে। সোমবার রাত ১০ টা ২৬ মিনিটে বাংলাদেশে পা রাখেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হবার আগে উপস্থিত গণমাধ্যমের উদ্দেশে হাত নাড়েন তিনি। পরে গাড়ি করে বের হবার সময় কেবল জানান ফিরতে পারার আনন্দের কথা।

তিনি বলেন, ‘ফিরতে পেরে (বাংলাদেশে ২য় মেয়াদে) আমি খুবই খুশি। আমি বাংলাদেশের মানুষদের সবসময়ই পছন্দ করি, একারণেই আবার ফিরেছি।’

আজই (২১ ফেব্রুয়ারি) জাতীয় দলের ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলনে আসতে পারেন হাথুরুসিংহে। তেমন হলে পুরনো শীষ্যদের সঙ্গে নতুন করে দেখা হতে পারে তার। বিসিবি কর্তাদের সঙ্গেও আলাপ করবেন সশরীরে।

আন্তর্জাতিক অঙ্গনে ২০১৪ থেকে ২০১৭ অব্দি বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন হাথুরুসিংহে। ২০১৭ তে শ্রীলঙ্কার কোচ হন তিনি, দায়িত্বে ছিলেন ২০১৯ অব্দি।

২০১৭ অব্দি হাথুরুসিংহে ছিলেন বাংলাদেশের সফলতম কোচ। তার সময়ে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে টেস্ট জেতার পাশাপাশি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে হারায় টেস্টে। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পায় র‍্যাংকিংয়ে এগিয়ে যেয়ে।

৯৭ প্রতিবেদক

Read Previous

নিশামের অলরাউন্ড নৈপুণ্যে পেশোয়ারের জয়

Read Next

ইস্যু হল বড়, ছিটকেই গেলেন ওয়ার্নার

Total
0
Share