টাইগারদের বার্তা দিয়ে রাখল যুক্তরাষ্ট্র, পাত্তা পেল না কানাডা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টাইগারদের বার্তা দিয়ে রাখল যুক্তরাষ্ট্র, পাত্তা পেল না কানাডা

টাইগারদের বার্তা দিয়ে রাখল যুক্তরাষ্ট্র, পাত্তা পেল না কানাডা

টাইগারদের বার্তা দিয়ে রাখল যুক্তরাষ্ট্র, পাত্তা পেল না কানাডা

প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের মাটিতে হবে আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) এর কোন টুর্নামেন্টের ম্যাচ। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ আয়োজক দেশ হিসাবে খেলারও সুযোগ মিলেছে দেশটির। নিজের দেশে বিশ্বমঞ্চে নিজেদের সক্ষমতা প্রমাণের আগে কানাডার বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জিতেছে তাঁরা। 

১৩ এপ্রিল ৫ম ও শেষ টি-টোয়েন্টিতে কানাডার বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে যুক্তরাষ্ট্র।

প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র জয় পায় ৬ উইকেটে। ১৭.২ ওভারেই কানাডার দেওয়া ১৩২ রানের লক্ষ্য ছাড়ায় তাঁরা। সেদিন দলের পক্ষে সেরা পারফর্মার ছিলেন নস্থুশা কেনজিগে, বল হাতে ২১ রান খরচে ৩ উইকেট নেন তিনি। 

২য় ম্যাচে ৩ উইকেট হারিয়ে ২৩০ রান স্কোরবোর্ডে জমা করে যুক্তরাষ্ট্র। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। স্টিভেন টেইলর ২৫ বলে ৫৪, মোনানক পাটেল ৩৫ বলে ৬৮, আন্দ্রিস গউজ ৩৫ বলে ৫৭ রান করে এই স্কোর গড়তে সাহায্য করেন। ম্যাচটি যুক্তরাষ্ট্র জেতে ৩১ রানে। 

৩য় ম্যাচ পরিত্যক্ত হলেও ৪র্থ ম্যাচে ১৪ রানের জয় পায় স্বাগতিকরা। হারমিতের ১৭ বলে অপরাজিত ৩৪ যুক্তরাষ্ট্রকে ১৫৯ অব্দি নিয়ে যায়। বল হাতে ১৮ রানে ৪ উইকেট নেন তিনি। ক্যারিয়ার সেরা বোলিংয়ে হারমিত কানাডাকে আটকে দেন ১৪৫ এ। 

সিরিজজুড়ে পারফর্ম করা হারমিত সিং সিরিজসেরা হয়েছেন। এছাড়া মোনানক পাটেল, স্টিভেন টেইলররা অবদান রেখেছেন। 

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ড (গ্রুপ এ)। 

তার আগে আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তাঁরা। টাইগারদের বিপক্ষে সিরিজের আগে বার্তাটা দিয়েই রাখল যুক্তরাষ্ট্র।