সিলেট টেস্টের পর ক্যারিয়ার সেরা অবস্থানে লঙ্কান অধিনায়ক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সিলেট টেস্টের পর ক্যারিয়ার সেরা অবস্থানে লঙ্কান অধিনায়ক

সিলেট টেস্টের পর ক্যারিয়ার সেরা অবস্থানে লঙ্কান অধিনায়ক

সিলেট টেস্টের পর ক্যারিয়ার সেরা অবস্থানে লঙ্কান অধিনায়ক

সিলেট টেস্টের পর ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি পাওয়া শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক বিশ্বের সেরা ১০ ব্যাটারদের খুব কাছে এগিয়ে গেছেন। ১৫ ধাপ এগিয়ে এসেছেন ১৪তম অবস্থানে। র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে মুমিনুল হকেরও। 

আইসিসির প্রকাশি সর্বশেষ টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে ধনঞ্জয়া ডি সিলভা দিয়েছেন বড় লাফ। ১৫ ধাপ এগিয়ে ধনঞ্জয়া এখন ১৪ নম্বরে। ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে এটিই তার টেস্টে ক্যারিয়ার সেরা অবস্থান। শীর্ষ দশে জায়গা করে নিতে তার দরকার কেবল ৪০ রেটিং পয়েন্ট।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের ধনঞ্জয়া প্লেয়ার অফ দ্য ম্যাচ বীরত্বের জন্য পুরস্কৃত হয়েছেন। এবার আইসিসির র‍্যাংকিংয়ে জায়গা পেলেন নিজের সেরা স্থানে। তার দল সিলেট টেস্ট জিতে ৩২৮ রানের বড় ব্যবধানে।

ধনঞ্জয়া প্রথম ইনিংসে ১০২ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে করেন ১০৮ রান।

বিপরীতে, অভিজ্ঞ বাঁ-হাতি মুমিনুল হক সিলেটে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮৭ রান করেন। একা হাতের লড়াইয়ের ফলস্বরূপ টেস্ট ব্যাটারদের তালিকায় আট ধাপ এগিয়ে ৫০ তম স্থানে উঠে আসেন।