সৌরভ ভাই তাঁর অভিজ্ঞতা দেখিয়েছে: শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সৌরভ ভাই তাঁর অভিজ্ঞতা দেখিয়েছে: শান্ত

সৌরভ ভাই তাঁর অভিজ্ঞতা দেখিয়েছে: শান্ত

সৌরভ ভাই তাঁর অভিজ্ঞতা দেখিয়েছে: শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ। সিরিজের শুরুতে এমন হার আশা করেনি নিশ্চয়ই নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বে বাংলাদেশ দল, তবে তা ঘটল। আশার বাইরে এসে সিলেটের মাটিতে লঙ্কান অভিজ্ঞতার কাছে পরাজিত হতে হলো স্বাগতিকদের। এমন দিনে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন আরও একবার।

লঙ্কানদের দেওয়া ৫১১ রানের লক্ষ্যমাত্রা মোকাবিলা করতে নেমেছিল বাংলাদেশ। সেই মোকাবিলা সহজ হলো না লাল-সবুজের প্রতিনিধিদের জন্য। ব্যাট হাতে প্রথম ইনিংস ব্যর্থতার পর দল হিসেবে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বাংলাদেশ। সংগ্রহে উঠল কেবল ১৮২ রান, যেখানে মুমিনুলের ব্যাটে আসে অপরাজিত ৮৭ রান।

মুমিনুল প্রসঙ্গে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “সৌরভ ভাই তার অভিজ্ঞতা দেখিয়েছে। খুবই ভালো ব্যাটিং করেছে। অন্য প্রান্ত থেকে সাপোর্ট পেলে হয়ত খেলা পাঁচদিনে যেতে পারত।''

অন্য প্রান্ত থেকে কোনো সহায়তা পায়নি মুমিনুল। গতকাল শেষ বেলায় ব্যাট করতে নেমে বাংলাদেশ দল যে ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে, তা হতাশ করেছে দর্শক-সমর্থকদের। দলটি ৫ উইকেট হারিয়েছে মাত্র ৩৭ রানে। এমন অবস্থায় মুমিনুল শুধু একপাশ আগলে ছিলেন।

বল হাতে বাংলাদেশের পেসাররা তুলনামূলক ভালো করেছেন। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা অলআউট হয় ২৮০ রানে। সেই ইনিংসে খালেদ আহমেদ ও অভিষিক্ত তরুণ নাহিদ রানার ঝুলিতে যায় ৩-৩ মোট ৬ টি উইকেট। দ্বিতীয় ইনিংসেও নাহিদের ঝুলিতে আসে ২ উইকেট, খালেদ একটি উইকেট নিয়েছেন। নাহিদ ও খালেদের প্রসঙ্গ আসে সংবাদ সম্মেলনে।

নাহিদ’কে নিয়ে বলতে গিয়ে শান্ত বলেন, “ওর অ্যাপ্রোচ খুব ভালো ছিল। দল যা চেয়েছে তার শতভাগ দেওয়ার চেষ্টা করেছে। কিছু সময় একটু এদিক ওদিক হয়ে যায়, নতুন ছেলে। যেভাবে ক্যারেক্টার শো করেছে তা প্রশংসনীয়। ও যদি কাজগুলো ঠিকমতো করে, প্রস্তুতি ঠিকমতো নেয়, ফিট থাকে, ওকে সময় দেই আর যত্নশীল হই ওর প্রতি, ভবিষ্যতে খুব ভালো একটা বোলার হবে।''

লাল বলে মোটামুটি বাংলাদেশের পরিচিত মুখ খালেদ। নতুন বলে আশাব্যঞ্জক বল করে থাকেন। সুইং পাওয়ার ক্ষেত্রেও পারদর্শিতা দেখিয়েছেন। শান্ত বলেন, “নতুন বলে ভালো বোলিং করেছে। খালেদ এ মুহূর্তে তো বেশি টেস্টই খেলে। খুব ভালো বোলিং করেছে। নতুন বলে দুই ইনিংসেই ভালো করেছে। প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে আশা আরও বেশি থাকে।''