পিচ নিয়ে অভিযোগ নেই শান্তর, সিলেটের অভিজ্ঞতা কাজে লাগাবেন চট্টগ্রামে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পিচ নিয়ে অভিযোগ নেই শান্তর, সিলেটের অভিজ্ঞতা কাজে লাগাবেন চট্টগ্রামে

পিচ নিয়ে অভিযোগ নেই শান্তর, সিলেটের অভিজ্ঞতা কাজে লাগাবেন চট্টগ্রামে

পিচ নিয়ে অভিযোগ নেই শান্তর, সিলেটের অভিজ্ঞতা কাজে লাগাবেন চট্টগ্রামে

শ্রীলঙ্কার কাছে সিলেট টেস্টে ৪র্থ সর্বোচ্চ রানের হার দেখল বাংলাদেশ। ১৯৮৬ সালের পর এই প্রথম কোনো দল এক টেস্টের পুরো ২০ উইকেটে দখলে নিয়েছে শুধুমাত্র পেসাররা। কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দোরা এমন লজ্জার রেকর্ডে যুক্ত করল বাংলাদেশকে। পুরো ম্যাচের ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, হার মানেই হার। অকপটেই স্বীকার করেছেন, এই ম্যাচ তাদের খারাপ গেছে। তা সিলেট টেস্ট থেকে যা শিখেছেন, কাজে লাগাতে চান পরের অ্যাসাইনমেন্টে। পিচ যেরকম চেয়েছিল সেরকমই পেয়ছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক কোনো অভিযোগ রাখলেন না, বললেন সবকিছু তাদের পক্ষেই ছিল, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। 

বৃথা গেল মুমিনুলের লড়াই, সিলেট টেস্টে ৩২৮ রানে হারল বাংলাদেশ। ৮৭ রান করে অপরাজিত ছিলেন মুমিনুল হক। দল হারলেও নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে গেলেন, এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছেন। পরের ম্যাচে ভালো করার আশা করছেন,

'প্রত্যেক ম্যাচেই অনেক কিছু শেখা যায়। কী ভুল ছিল, কী ঠিক ছিল। একটু ভালোভাবে চিন্তা করলে শেখার আছে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে দিবে।'

'আমার মনে হয় না হার থেকে মোটিভেশন আনতে হবে। আমরা যেভাবে ভালো প্রস্তুতি নিচ্ছি, কীভাবে চিন্তা করছি এটা ইম্পরট্যান্ট। এই ম্যাচটা খারাপ গেছে। সব দিক থেকেই দল হিসেবে আমরা ভালো খেলিনি। আমাদের সুযোগ ছিল কিন্তু নিতে পারিনি। পরের ম্যাচে কীভাবে আরও প্রস্তুত হয়ে আসছি, ছোট ছোট ভুল যেন না করি সেদিকে মনোযোগ দিচ্ছি। '

১-১ নাকি ১-০; এই টেস্ট শেষে কেমন ফলাফল আশা বাংলাদেশ অধিনায়কের, 'আমি অধিনায়ক হিসেবে সেইফ ক্রিকেট খেলতে চাই না। পরের ম্যাচ জেতার জন্যই খেলব এবং ঐ অনুযায়ী প্রস্তুতি-পরিকল্পনা করব।'

শান্তর মতে, সিলেট টেস্টের পিচ আশানুরূপ আচরণ করেছে, 'পিচ আমরা যেরকম চেয়েছিলাম ওরকমই ছিল। সব কিছু আমাদের পক্ষেই ছিল। তাই পিচ নিয়ে কোনো অভিযোগ নেই।'