জিম্বাবুয়ে সিরিজ নয়, মুস্তাফিজকে আইপিএলে চান আকরাম খান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়ে সিরিজ নয়, মুস্তাফিজকে আইপিএলে চান আকরাম খান

জিম্বাবুয়ে সিরিজ নয়, মুস্তাফিজকে আইপিএলে চান আকরাম খান

জিম্বাবুয়ে সিরিজ নয়, মুস্তাফিজকে আইপিএলে চান আকরাম খান

আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় মুস্তাফিজুর রহমান আছেন তৃতীয় অবস্থানে (যৌথভাবে ২য়)। চেন্নাই সুপার কিংসের হয়ে এই বোলার বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন। মাঠের পারফরম্যান্সে উন্নতি হয়েছে, যার সুফল পাচ্ছে চেন্নাই। এদিকে সামনে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। সেই সিরিজে মুস্তাফিজকে পেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ভারতে থাকতে পারবেন মুস্তাফিজ। পরের ম্যাচগুলো খেলা হবে না চেন্নাইয়ের হয়ে। তবে এ ব্যাপারটি সমর্থন করছেন না বিসিবি পরিচালক আকরাম খান। তিনি মনে করেন, আইপিএলে মুস্তাফিজ এখন যে ছন্দে আছেন, তা আরও বেশি ধরে রাখতে পারলে দেশের ক্রিকেটের জন্যই ভালো হবে, “মুস্তাফিজ যে টাইপের প্লেয়ার ওকে যদি ইউজ করতে পারেন তাহলে আপনি ১০০% বেনিফিটেড হবেন। যেটা ধোনির দল করছে। কোলকাতার সাথে যেভাবে বল করেছে যেভাবে প্ল্যান করেছে।”

 

জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য দেশে ফেরার চেয়ে ভারতে থেকে আইপিএল খেলা মুস্তাফিজের জন্য ভালো হবে মনে করেন আকরাম, “আমার মনে হয় চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে সে অনেক বেনিফিটেড হবে তার সাথে বাংলাদেশও অনেক বেনিফিটেড হবে। জিম্বাবুয়ের সাথে খেলার চেয়ে ওখানে খেললে আমার মনে হয় সে অনেক কিছু শিখবে। ড্রেসিংরুম আছে, বড় প্লেয়ারদের সাথে খেলবে। বিভিন্ন টাইপের প্লেয়ারদের সাথে খেলছে। আমার মনে হয় এই সুযোগটা ওর পাওয়া উচিত।”

মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে কিছুটা চিন্তিত ছিল বোর্ড। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। কিছুদিন আগে ঘরের মাটিতে শ্রীলঙ্কা সিরিজেও আশানুরূপ কিছু দেখাতে পারেননি এই বাঁহাতি পেসার। তবে আইপিএলের এই পারফরম্যান্সে আবারো আশা দেখা যাচ্ছে। আর সেখানে বেশি ম্যাচ খেলার সুযোগ পাওয়াটা সবসময়ই ভালো বলে মনে করছেন বিসিবি পরিচালক।

তিনি বলেন, “আমার কাছে যা মনে হচ্ছে, মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে কিন্তু আমরা চিন্তিত ছিলাম। ও গত ১ বছর একটু সংগ্রাম করছিল। আইপিএলে কিন্তু ওর পারফরম্যান্সটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। একদম ভালো হচ্ছে তা না, যেহেতু সে লঙ্গার ভার্সন খেলে না। ও যদি আইপিএলে গিয়ে এভাবে ভালো করতে থাকে তাহলে বিশ্বকাপে আমার কাছে মনে হয় আমরা অনেক বেশি বেনিফিটেড হবে বাংলাদেশ।”

বোর্ডকে এ ব্যাপারে চিন্তা করতে বললেন আকরাম। পাশাপাশি নির্বাচকদেরও ভাবতে বললেন, “এই জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড। এটা তো পুরা নির্ভর করছে টিম স্টাফ, জাতীয় দলের নির্বাচক যারা আছে তাদের উপর। ও ভালো করছে এটা বাংলাদেশের জন্য খুব ভালো।”