দুইশো ছাড়ানো আরও এক ম্যাচে দিল্লির জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দুইশো ছাড়ানো আরও এক ম্যাচে দিল্লির জয়

দুইশো ছাড়ানো আরও এক ম্যাচে দিল্লির জয়

দুইশো ছাড়ানো আরও এক ম্যাচে দিল্লির জয়

বড় রানের মিছিল যেন শেষ হচ্ছে না আইপিএলে (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)। দুইশো পেরোনো হয়ে গেছে ছেলেখেলা। সেই ধারাবাহিকতায় দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে বিশাল অঙ্কের সংগ্রহে কেবল ১০ রানে জয় পেয়েছে দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে রিশাব পান্টের দল। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান তুলতে সক্ষম হয় মুম্বাই ইন্ডিয়ান্স। 

দিল্লির মাঠে রান তাড়া করতে গিয়ে দুই ওপেনারকে খুব জলদি হারিয়ে বসে মুম্বাই। সুরিয়াকুমার যাদব ইনিংস কিছুটা বড় করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, ফিরেছেন ১৩ বলে ২৬ রান করে। যেখানে সক্ষমতা দেখিয়েছেন তিলক ভার্মা। এই তরুণ ব্যাটার ৩২ বলে খেলেন ৬৩ রানের ইনিংস।

আজকের ম্যাচে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যাট হাতে জ্বলে ওঠার চেষ্টা ভালোভাবেই করেছেন। ফলাফলে দেখা যায় ২৪ বলে ৪৬ রান তার নামের পাশে। টিম ডেভিডও ঝড়ো ইনিংস খেলেন, ফেরেন ১৭ বলে ৩৭ রানে।

তবুও মুম্বাই যেন পিছিয়ে ছিল এই লম্বা দৌড় থেকে। উইকেট হারানোতেও ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। সংগ্রহ যখন ৭ উইকেট হারিয়ে ২৩৩ রান, শেষ ওভারে জিততে প্রয়োজন ছিল ২৫ রান৷ কিন্তু শেষ ওভারে আরও দুই উইকেট হারায় মুম্বাই। যেখানে তিলকের উইকেটটি মুকেশ কুমার তুলে নেন প্রথম বলেই। 

তবুও ১৫ টি রান আসে, ফলে ৯ উইকেট হারিয়ে ১০ রান কম নিয়ে, হার মেনে সন্তুষ্ট থাকতে হয়েছে মুম্বাইকে। 

দিল্লি ক্যাপিটালসের হয়ে বল হাতে মুকেশ কুমার ও রাসিক সালাম দুজনেই ৩ টি করে উইকেট নিয়েছেন। 

এর আগে দিল্লির দুই ওপেনারের দাপুটে ব্যাটিং দেখেছে দর্শকেরা। যেখানে বড় করে আসে অজি ব্যাটার জ্যাক ফ্রেশার ম্যাকগার্কের নাম। অভিষেক পোরেলের সাথে ৭.৩ ওভারে ১১৪ রানের জুটি বলে দেয়, কতটা রান তোলায় মনোযোগ ছিল তাদের।

ম্যাকগার্ক ফিরেছেন ২৭ বলে ৮৪ রান করে। যে ইনিংসে ছিল ১১ টি চার, ৬ টি ছক্কা। এর কিছু অভিষেক ফিরেছেন ৩৬ (২৭) রানে। তবে ব্যাটসম্যান ছিল তখনো। যারা কি না রান তোলায় ব্যস্ত সময় কাটিয়েছে।

রিশাব পান্টের ইনিংস ২৯ (১৯) রানে থামলেও। শাই হোপ ও ট্রিস্টান স্টাবস, দুজনেই খেলেছেন চল্লিশোর্ধ্ব ইনিংস। হোপ ফিরেছেন ১৭ বলে ৪১ রান করে। স্টাবস অপরাজিত ছিলেন ২৫ বলে ৪৮ রানে।

ফলে স্বাভাবিকভাবেই দুইশো ছাড়িয়ে আড়াইশো'র ঘরে গিয়ে থেমেছে দিল্লি।