শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে স্কোয়াড ঘোষণা করে তাঁরা। 

১৫ সদস্যের স্কোয়াড অনুমোদন পেয়েছে শ্রীলঙ্কার যুব ও ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দোর কাছ থেকে। শ্রীলঙ্কা দল বিশ্বকাপের জন্য দেশ ছাড়বে ১৪ মে। 

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলের অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা, সহ অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ১৫ সদস্যের বাইরে ট্রাভেলিং রিজার্ভ হিসাবে আছে আসিথা ফার্নান্দো, বিজয়াকান্ত বিশ্বকান্ত, ভানুকা রাজাপাকশে ও জানিথ লিয়ানাগে। 

 

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড- 

ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ধনজয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েল্লালাগে, দুশমান্থ চামিরা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা। 

ট্রাভেলিং রিজার্ভ- আসিথা ফার্নান্দো, বিজয়াকান্ত বিশ্বকান্ত, ভানুকা রাজাপাকশে ও জানিথ লিয়ানাগে। 

শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপে আছে ডি গ্রুপে। যেখানে তাঁদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, নেপাল ও নেদারল্যান্ডস। শ্রীলঙ্কার বিশ্বকাপ মিশন শুরু হবে ৩ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।