হাথুরুসিংহের সাক্ষাৎকার হবে ফোনে!

chandika hathuru

বিশ্বকাপের পর পরই স্টিভ রোডসের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটের। শুরু হয়েছে নতুন কোচের খোঁজ। তৈরি হচ্ছে তালিকা। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে সাবেক কোচ হাথুরুকে আবার বাংলাদেশ দলের কোচের পদে দেখা যেতে পারে। বিসিবি থেকে এরমধ্যে যোগাযোগও করা হয়েছে তার সঙ্গে। আসন্ন ইদের আগে হাথুরুসিংহের চূড়ান্ত সাক্ষাৎকার হবে বিসিবির। এবং সেটির মাধ্যম ‘ফোন কল’।

7 1

শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে শেষ হয়েছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সম্পর্ক। প্রায় দুই বছর আগে বাংলাদেশ দলের কোচের পদ ছেড়ে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু তাঁর কোচিংয়ে খুব একটা সাফল্য পাচ্ছে না শ্রীলঙ্কা দল। বিশেষ করে  বিশ্বকাপে বাজে পারফর্ম করে লঙ্কান দলটি। তাই শুধু সামলোচনাই নয়, হাথুরুসিংহেকে বিদায় জানালো লঙ্কান ক্রিকেট বোর্ড।

স্টিভ রোডসের বিদায়ের পর বাংলাদেশ ক্রিকেট দল আছে কোচ শূন্য অবস্থায়। স্থায়ী কোচ ছাড়াই করে এসেছে শ্রীলঙ্কা সফরও। নতুন ভিনদেশি কোচের সন্ধানে বিসিবি। বাংলাদেশ দলের প্রধান কোচ হতে আজ ঢাকায় এসে বিসিবির কর্মকর্তাদের কাছে সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো।

11220 114

সম্ভাব্য কোচদের ছোট তালিকায় আছে হাথুরুসিংহের নামও। বিসিবির দুই পরিচালক আজ ডমিঙ্গোর সাক্ষাৎকার নেওয়ার পর জানিয়েছেন সাবেক কোচ হাথুরুর সঙ্গেও এবার সাক্ষাৎকার হবে। তবে সেতি সশরীরের নয়, হবে ফোনের মাধ্যমে।

এর আগে ২০১৪ সালের মে মাসে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পেয়েছিলেন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর অধীনে দুই-আড়াই বছরে বাংলাদেশ দল দারুণ কিছু সাফল্য পেয়েছিল। ২০১৫ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এরপর ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে সিরিজ হারিয়েছে টাইগাররা। এরপর গত চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠে মাশরাফির দল। পরে ২০‌১৭ সালের নভেম্বরে বাংলাদেশ দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি।

৯৭ প্রতিবেদক

Read Previous

ডোমিঙ্গায় সন্তুষ্ট বিসিবি, ভাবনায় আছে আরও কয়েকজন

Read Next

ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ, আছে জিম্বাবুয়ে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share