সাকিব-মাশরাফি-রিয়াদদের প্রতিপক্ষ তামিম!

featured photo1 28

বেজেছে ফুটবল বিশ্বকাপের দামামা, সে নিয়ে প্রিয় দলের হয়ে গলা ফাটাচ্ছেন সমর্থকেরা। বাড়িতে বাড়িতে শোভা পাচ্ছে রঙবেরঙের পতাকা, উৎসবে মাতোয়ারা যেন সবাই। সেই রঙ লেগেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের গায়েও। প্রিয় দলের জার্সি গায়ে নিজেদের সমর্থনের কথা জানান দিচ্ছেন তারাও। রিয়াদ-বিজয়রা আশায় আছেন শিরোপা জিতবে তাদেরই প্রিয় দল।

794fb8475f78c932132c0cb6f665abf6 592826fb1f46f

এইতো বছর খানেক আগেই চ্যাম্পিয়নস ট্রফি খেলার জন্য ইংল্যান্ডে অবস্থান করছিলো বাংলাদেশ দল। সেসময়েই ২০১৭ চ্যাম্পিয়ন লিগের ফাইনাল অনুষ্ঠিত হয় কার্ডিফে। প্রিয় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দল রিয়াল মাদ্রিদের খেলা দেখতে তাই একদিনের ছুটি নিয়ে ফাইনাল ম্যাচটি উপভোগ করতে যান টাইগার ওপেনার তামিম ইকবাল। আড়াই লাখ টাকা দিয়ে খেলার টিকেট কেনা তামিম তখন বলেছিলেন, ‘গ্যালারিতে বসে রোনালদোর খেলা দেখাটা আমার অনেক দিনের স্বপ্ন। অবশেষে সুযোগটা এসেছে আমার সামনে। এমন সুবর্ণ সুযোগ আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাইনি।’

10620715 907596812606451 7356258763165819354 n
মেসি ভক্ত সাকিব

শুধু তামিমই নয়, ফুটবল প্রেমে মাতোয়ারা প্রায় সব ক্রিকেটারই। মাশরাফি, সাকিব, মুশফিকদের ফুটবল মাতমটা নতুন কিছু না। তবে দিন গড়ালেই পর্দা উঠতে যাওয়া ফুটবলের এই মহাযজ্ঞে ক্রিকেটাররা নিচ্ছেন পাল্টাপাল্টি অবস্থান। যেমন মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, তুষার ইমরান, মেহেদী মিরাজ, নাসির হোসেন, নুরুল হাসান সোহানদের সমর্থনটা আর্জেন্টিনাতে থাকলেও তামিম ইকবালের সঙ্গে তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোসেদ্দেক হোসেনদের প্রিয় দল ব্রাজিল।

34963332 10211512141550106 5113543918943731712 n

তবে অন্যদের থেকে কিছুটা ব্যতিক্রম সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। সৌম্যর পছন্দ পর্তুগাল আর বিজয়ের প্রিয় স্পেন। পর্তুগাল সমর্থনের কারণ হিসাবে সৌম্য বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর কারণে আমি পর্তুগালের সমর্থক। ওদের খেলা দেখি।’ বাবা ব্রাজিলের সাপোর্টার হলেও মা স্পেন সমর্থক জানিয়ে এনামুল বলেছেন এবার তার দলের বিশ্বকাপ জয়ের বেশ ভাল সুযোগ আছে।

3c44e5b8cba5297dbf9c723a5f05ec99 597a3f8869b74

মুশফিকুর রহিমের মনটা খারাপ। যে দলের সমর্থক তিনি, সেই দলই নেই এবার। গত আসরে মুশফিকের প্রিয় দল নেদারল্যান্ডস আর্জেন্টিনার কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল। মুশফিকের প্রিয় খেলোয়াড় মেসি। তিনি বলেন, ‘আমি যে দলকে সমর্থন করি, দুঃখজনকভাবে সে দল বিশ্বকাপে কোয়ালিফাই করেনি। তবে আমি মেসির ভক্ত। চাই আর্জেন্টিনা অনেক দূরে যাক। মেসির খেলা যেন বেশি দেখতে পারি। সেরা খেলোয়াড়ও যেন তিনিই হন।’

আর্জেন্টাইন সমর্থক মাহমুদউল্লাহ কিছুটা হতাশা নিয়েই জানিয়েছেন, ‘গত আসরে অনেক আশা ছিলো আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে। শেষ পর্যন্ত হয়নি। আশারাখি এবার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।’

32884876 795614980629034 8778457568663044096 n

ব্রাজিলের সমর্থক তাসকিন জানান, ‘আমি ব্রাজিল ছাড়া কিছু বুঝি না। ফুটবলটা দারুণ ভালো লাগে। রাতে আমি বাসায় ফুটবলটাই বেশি দেখি। এই বিশ্বকাপেও ফুটবল দেখবো। আমাদের দলে ফুটবল নিয়ে ঝগড়া হয়। আমি ছাড়াও ব্রাজিলের ভক্ত তামিম ভাই। যখন তর্ক হয় তখন কেও কাওকে ছাড়ে না।’

97 Desk

Read Previous

বিসিএসএ ইউকে’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

Read Next

উড়তে থাকা স্কটল্যান্ডকে মাটিতে নামালো পাকিস্তান

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share