ভুল সিদ্ধান্তের রেকর্ড গড়ে উইকিপিডিয়ায় উইলসন অন্ধ আম্পায়ার!

বিশ্বকাপ ফাইনালে কুমার ধর্মসেনার দেওয়া ভুল সিদ্ধান্তে নিউজিল্যান্ডকে এখনো হতাশায় পোড়ায়। সাম্প্রতিক সময়ে মাঠে বাজে আম্পায়ারিং যেন নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে (ডিআরএস) সিস্টেমের বিবর্তনের পর বেশ ভালোকরেই চোখে পড়ে ভুলগুলো। চলতি অ্যাশেজের প্রথম টেস্টে ভুল সিদ্ধান্তের পসরা সাজিয়ে বসা দুই আম্পায়ার জোয়েল উইলসন-আলিম দার পড়েছেন তোপের মুখে ।

116ad100 b4a4 11e9 921f 10b2b7d706b7
এজবাস্টন ম্যাচের পরিচিত দৃশ্য

বার্মিংহাম টেস্টের প্রথম দিনে দুজনে মিলে ভুল সিদ্ধান্ত দিয়েছেন গোটা সাতেক, পুরো টেস্টে সংখ্যা ছাড়িয়েছে ১৫ এর বেশি। শেষদিন ইংল্যান্ড ইনিংসে মারাত্মক কিছু ভুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের খোরাক হচ্ছেন মাত্র কদিন আগেই আইসিসির এলিট প্যানেলে যুক্ত হওয়া ক্যারিবিয়ান আম্পায়ার জোয়েল উইলসন। প্রথমদিন থেকেই আম্পায়ারদের সমালোচনা করে আসছেন শেন ওয়ার্ন, মাইকেল ভন, মোহাম্মদ কাইফের মত সাবেকরা।

ম্যাচে আটবার তার দেওয়া সিদ্ধান্ত ভুল প্রমাণিত হওয়ায় হয়েছে রেকর্ড। এক ম্যাচে সর্বোচ্চ সংখ্যক সিদ্ধান্ত ভুল প্রমাণিত হওয়ার রেকর্ডে ভাগ বসালেন উইলসন। এর আগে ২০১৬ সালে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের চট্টগ্রাম টেস্টে কুমার ধর্মসেনার আটটি সিদ্ধান্ত ভুল প্রমাণ করে রিভিউ নেওয়া খেলোয়াড়েরা, ২০১৭ সালে কলম্বোয় ফের বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টে সমান আটটি সিদ্ধান্ত রিভিউতে ভুল প্রমাণের পর রেকর্ডে নাম ওঠে ভারতীয় আম্পায়ার সুন্দরম রবির যিনি ইতোমধ্যে হারিয়েছেন আইসিসির এলিট প্যানেল সদস্যপদ।

এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্টে এমন ভুলেভরা সিদ্ধান্তের পর ক্যারিবিয়ান আম্পায়ার উইলসনের পরিচয়ই বদলে দিয়েছে উইকিপিডিয়া! এক ক্রিকেটভক্ত এতটাই ক্ষুব্ধ হয়েছে যে উইকিপিডিয়ায় উইলসনের পেজে তার নামের আগে অন্ধ সংযোজন করে দেয়। অর্থাৎ এখন উইলসনকে খুঁজতে উইকিপিডিয়ায় গেলে দেখানো হবে “অন্ধ” আন্তর্জাতিক আম্পায়ার জোয়েল উইলসন।

এদিকে এজবাস্টন টেস্টের পুরো ৫ দিনই সাবেক ক্রিকেট তারকা-বিশ্লেষকরা বেশ কড়া সমালোচনা করেছেন আম্পায়ারিংয়ের। সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেন ভন টুইটারে লিখেন, “উইলসন আউট দিলে সাথে সাথেই রিভিউ নিয়ে নাও।” ভারতীয় সাবেক ব্যাটসম্যান ওয়াশিম জাফর লিখেন, “আমি আশ্চর্য হই জোয়েল উইলসন কীভাবে আইসিসির আম্পায়ারদের এলিত প্যানেলে থাকে যেখানে সুন্দরম রবি বাদ পড়ে?

৯৭ প্রতিবেদক

Read Previous

বিশ্বকাপ ব্যর্থতার সাজা পেলেন ডু প্লেসিস

Read Next

জিম্বাবুয়ের নিষেধাজ্ঞায় কপাল খুলল নাইজেরিয়া-নামিবিয়ার

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share