নতুন হেড কোচ রাসেল ডমিঙ্গোর বেতন কত?

russell domingo

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে কোচদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পেয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান কোচ হাথুরুসিংহে কিংবা সর্বশেষ কোচ স্টিভ রোডসের তুলনায় গতকাল নিয়োগ পাওয়া প্রোটিয়া কোচ রাসেল ডোমিঙ্গোকে কম বেতনেই পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

vb 1908170924

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাসেল ডমিঙ্গো। গতকাল মিরপুরে বিসিবির কার্যালয়ে নতুন কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। ২১ আগস্ট বাংলাদেশের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দেবেন ৪৪ বছর বয়সী ডমিঙ্গো।

বাংলাদেশের নতুন হেড কোচ রাসেল ডোমিঙ্গো বিসিবির কাছ থেকে মাসে বেতন পাবেন প্রায় ১৫ হাজার ডলার, বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় ১২ লাখ ৬৮ হাজার। এর সঙ্গে আয়কর যোগ করলে কোচ ডোমিঙ্গোর বেতন দাঁড়াবে ১৮ হাজার ডলারের মতো (টাকার হিসেবে ১৫ লাখের বেশি)।

XGltYWdlc1xjb250ZW50XHJ1c3NlbGxkb21pbmdvMWtoNTc4MXh2czRyODE1MHlha3h4Z3o4NjcuanBnfDc3MHw0MDB8OC8xMy8yMDE4

শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিসিবি থেকে মাসে পেতেন ২৫ হাজার ৮০০ ডলার, বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় ২১ লাখ ৭৩ হাজার। এক বছরে ২ কোটি ৬০ লাখ টাকা।

সর্বশেষ কোচ স্টিভ রোডসকে বিসিবি এক মাসের বেতন প্রদান করতো ২২ হাজার ডলার বা সাড়ে ১৮ লাখ টাকা। হাথুরুসিংহে কিংবা স্টিভ রোডসের তুলনায় রাসেল ডোমিঙ্গোকে কম বেতনেই নিয়োগ করেছে বিসিবি।

এর আগে রাসেল ডোমিঙ্গো ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ। ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রোটিয়াদের কোচের দায়িত্ব পালন করেন তিনি। ২০১৭ সালে ওটিস গিবসনের হাতে দায়িত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকা দল ছাড়েন ডোমিঙ্গো।

russell domingo

বাংলাদেশ দলের কোচিং স্টাফের বড় একটি অংশ এখন দক্ষিণ আফ্রিকার। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুকের মেয়াদ বেড়েছে বিশ্বকাপ শেষেই। কিছুদিন আগে নতুন বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকারই চার্ল ল্যাঙ্গেভেল্ট।

৯৭ প্রতিবেদক

Read Previous

প্রাথমিক দলে একঝাঁক নতুন ক্রিকেটার, আছেন মাশরাফিও

Read Next

বাংলাদেশকে ১৮৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা ইমার্জিং দল

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share