ডোমিঙ্গায় সন্তুষ্ট বিসিবি, ভাবনায় আছে আরও কয়েকজন

images 3

কোন প্রকার আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বাংলাদেশে আসলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গা। বিসিবি সভাপতির ব্যক্তিগত কর্মস্থল ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে বিকেলে দেওয়া বাংলাদেশের কোচিং পদের জন্য সাক্ষাৎকারে সন্তুষ্ট বিসিবি। তবে এখনই রাসেলের ব্যাপারে কোন সিদ্ধান্ত চুড়ান্ত করেনি বিসিবি, তাদের ভাবনায় আছেন আরও দুজন। তাদের সাথে কথাবার্তা বলার পরই আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হবে কোচ।

images 3

বিকেলে বিসিবি সভাপতির সাথে দেখা করে প্রাথমিক আলোচনা ও নিজের কোচিং দর্শন নিয়েই কথা বলেন এই সাবেক প্রোটিয়া কোচ। আলোচনা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, “উনি ক্রিকেট নিয়ে তার ভাবনা পরিবেশন করেছেন। কীভাবে উনি কাজ করবেন, কিভাবে পারফরম্যান্স হবে সব নিয়েই কথা হয়েছে। “

কোচ হিসেবে ডোমিঙ্গা বেশ পেশাদারই, মাত্র ২২ বছর বয়সেই কোন ম্যাচ না খেলা এই দক্ষিণ আফ্রিকান দায়িত্ব নেন কোচিংয়ের। দীর্ঘ ২২ বছরের কোচিং অভিজ্ঞতাসম্পন্ন এই প্রোটিয়াকে নিয়ে প্রশংসাই ঝরেছে জালাল ইউনুসের কন্ঠে, “উনি বেশ পেশাদার। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা আছে। বেশ যোগ্যতা সম্পন্ন একজন কোচ সে।“

রাসেল ডোমিঙ্গার উপর সন্তুষ্ট বিসিবি অবশ্য এখনই নিয়োগ দিচ্ছেনা তাকে, তাদের পরিকল্পনায় থাকা বাকীদের সাক্ষাৎকারের পরই সাকিব-তামিমদের কোচ নিয়োগ দিবে বোর্ড। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, “আরও কয়েবজন আছেন ভাবনায়। তাদের সাথে কথা বলবো। আমাদের হাতে তিনজন আছে, সাক্ষাৎকারের বাকি আরও দুজন। তাদের সাথে আলাপের পর এই তিনজনের মধ্য থেকেই একজনকে নিয়োগ দেওয়া হবে।“

উল্লেখ্য স্টিভ রোডসের বিদায়ের পর বাংলাদেশ ক্রিকেট দল আছে কোচ শূন্য অবস্থায়। স্থায়ী কোচ ছাড়াই করে এসেছে শ্রীলঙ্কা সফরও। কোচ প্রসঙ্গে বিসিবি সভাপতি, প্রধান নির্বাহী ভিন্ন ভিন্ন সময়ে দিয়েছেন ভিন্ন ভিন্ন মন্তব্য। গতকাল (৬ আগস্ট) বিসিবি নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন ৭-১০ দিনের মধ্যেই চূড়ান্ত হবে প্রধান কোচ। আজ(৭ আগস্ট) রাসেল ডোমিঙ্গা বাংলাদেশে আসা ওই প্রক্রিয়ারই অংশ ছিল।

৯৭ প্রতিবেদক

Read Previous

চাকরি হারালেন পাকিস্তান কোচ মিকি আর্থারও

Read Next

হাথুরুসিংহের সাক্ষাৎকার হবে ফোনে!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share